সংবাদ শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে রংপুরে বিক্ষোভ মিছিল, ভারতীয় পণ্য-মিডিয়া বর্জনের ডাক আলেমা খাতুন মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন সাংবাদিকের মা-কে পেটানোর আসামীরা এখনো ধরা ছোঁয়ার বাহিরে। রংপুরে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন। রংপুরে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার আন্দোলনের মুখে ওএসডি রমেক অধ্যক্ষ ডা. মাহফুজ, আন্দোলন প্রত্যাহার ‘আগে ডিসিই হতেই পারি নাই, এখন ডিসিদের চালাবো। সাহস করে দায়িত্ব নিয়েছি’ নির্দিষ্ট চাহিদা অনুযায়ী আলুবীজ পাচ্ছেন না রংপুর অঞ্চলের কৃষকরা বেরোবির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে জুলাই গনঅভ্যুত্থানের ইতিহাস বেরোবিতে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ উপাচার্য
লালমনিরহাটে মাদ্রাসা সুপারের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ

লালমনিরহাটে মাদ্রাসা সুপারের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ

 

লালমনিরহাট প্রতিনিধি। বাতায়ন২৪ডটকম 

লালমনিরাটের কালীগঞ্জ উপজেলার হাড়িশ্বহর দাখিল মাদ্রাসার সুপার মোজাহারুল ইসলাম সহ কমিটি কর্তৃক নিয়োগ বাণিজ্য ও দূর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী,অভিভাবক ও ভুক্তভোগী।

রবিবার দুপুর ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয়রা। পরে ভুক্তভোগীরা ওই মাদ্রাসার সুপারের কক্ষে তালা লাগিয়ে দিয়ে বিক্ষোভ করেন।

এসময় অবৈধ নিয়োগ বাতিলসহ মাদ্রাসা সুপারের ব্যাপক অনিয়ম দূর্নীতি অভিযোগ করে পদত্যাগ দাবি করেন।

অভিভাবক তাজুল ইসলাম বলেন, বিভিন্ন পদে চাকুরী দিয়ে ৮৬লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য করেন মাদ্রাসার সুপার অনতিবিলম্বে সুপারের অনিয়ম দূর্নীতির তদন্ত করে অপসারন দাবী করেন তারা।

ভুক্তভোগী আয়া পদে নিয়োগ প্রাপ্ত শিউলি আক্তার জানান,আয়া পদে চাকুরির জন্য ১২ লক্ষ দিয়েছেন, তাকে নিয়োগ না দিয়ে অন্য কাউকে নিয়োগ দেয়া হয়েছে। সেই টাকা ফেরত চাইতে গেলে তাকে ও তার স্বামীকে মারধর করা হয়। সে আরো বলেন ” গরু ও জমি বিক্রি করে টাকা দিয়েছি চাকরির জন্য কিন্তু আমি চাকরি পাইনি, আমি এর সুষ্ঠু বিচার চাই।

এসময় হাড়িশ্বহর দাখিল মাদ্রাসার সুপার মোজাহারুল ইসলাম মাদ্রাসায় না থাকায় তিনি ফোনে বলেন “মাদ্রাসাটি এমপিও ভুক্ত হওয়ার পর থেকে অনেকেই আমার কাছে চাকরি চায়,ইতিপূর্বে যারা টাকা দিয়েছিলো তারা সবাই টাকা ফেরৎ নিয়েছে, শিউলি বেগম তার চাকরির জন্য আমাকে কোন টাকা দেয়নি সে তৎকালীন সভাপতি আবুল বাশার কে টাকা দিয়েছে, তার বিষয়ে আমি আর কিছুই জানিনা,নিয়োগ সংক্রান্ত বিষয়ে ইতিপূর্বে অনকে কিছু হয়েছে সেসব বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিস বরাবর দরখাস্ত দিয়েছি”।

 বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com