সংবাদ শিরোনাম :
আর্থিক টানাপোড়েনে থাকা ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান রংপুর সদর-৩ আসনের বিএনপির প্রার্থী সামুর নেতৃত্বে শতবর্ষী শ্যামাসুন্দরী খালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় তারেক রহমানের শোক দুবাই এয়ার শোতে বিধ্বস্ত ভারতীয় বিমানের পাইলট মারা গেছেন পলাতকরা ভারত থেকে আগুন সন্ত্রাস করছেন: ডা. জাহিদ ‘ভোট ডাকাতির চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে’ ৩৬৭ রানের লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ সেনানিবাসে খালেদা জিয়া, প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ ‘মিস ইউনিভার্স’ হলেন ফাতিমা বশ
৩৬৭ রানের লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ

৩৬৭ রানের লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ

দুই ওপেনারের অর্ধশতকে জুটি হয় ১১৯ রানের। মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দুজনই দেখা পান ফিফটির। ৬ চারে ৬০ রান করে জয় আউট হলেও ৫ চারে ৬৯ রান করে অপরাজিত আছেন অন্য ওপেনার সাদমান।

গ্যাভিন হোয়ের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন জয়। তার বিদায়ের পর উইকেটে আসেন মুমিনুল হক। ৪ চারে ১৯ বলে ২১ রাবন করে অপরাজিত আছেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ৩৭ ওভার ব্যাটিং করে আইরিশদের বিপক্ষে শক্ত অবস্থানে আছে এখন স্বাগতিকরা। ম্যাচের নিয়ন্ত্রণ বলা চলে নাজমুল হোসেন শান্তর দলের কাচেই।

এর আগে, ফলোঅন এড়াতে ১১ রান বাকি থাকতেই প্রথম ইনিংসে ২৬৫-তে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। তবে মিরপুর টেস্টে ফলোঅন না করিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে গেছে বাংলাদেশ, ২১১ রানে এগিয়ে থেকে।

মিরপুর টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ৪৭৬ রানের জবাবে ৫ উইকেটে ৯৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা আয়ারল্যান্ড তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় উইকেট হারায়নি।

তবে ৫৯তম ওভারে জোড়া আঘাত হেনেছেন তাইজুল ইসলাম। ওভারের প্রথম বলে সেট ব্যাটার স্টিফেন দোহেনিকে (৪৬) বোল্ড করেন বাঁহাতি এই স্পিনার। এক বল পর তিনি বোল্ড করেন নতুন ব্যাটার অ্যান্ডি ম্যাকব্রাইনকেও। ১৭৫ রানে ৭ উইকেট হারায় আয়ারল্যান্ড।

অষ্টম উইকেটে ৭৪ রানের জুটি গড়ে প্রতিরোধ করার চেষ্টা করেন লরকান টাকার আর জর্ডান নেইল। হাফসেঞ্চুরির দোরগোড়ায় (৪৯) থাকা নেইলকে আউট করে এই জুটি ভাঙেন এবাদত। এরপর আর বেশিদূর এগোতে পারেনি আয়ারল্যান্ড। ৮৮.৩ ওভারে অলআউট হয় ২৬৫ রানে। ৭৫ রানে অপরাজিত থেকে যান টাকার।

তাইজুল ইসলাম ৭৬ রানে নেন ৪টি উইকেট। ২টি করে উইকেট খালেদ আহমেদ আর হাসান মুরাদের।

রানপাহাড়ের জবাব দিতে নেমে পল স্টার্লিং আর অ্যান্ডি বালবির্নি আয়ারল্যান্ডকে উদ্বোধনী জুটিতে তুলে দেন ৪১ রান। স্টার্লিংকে (২৭) এলবিডব্লিউ করে এই জুটিটি ভাঙেন খালেদ আহমেদ।

আরেক ওপেনার বালবির্নি (২১) হন হাসান মুরাদের ঘূর্ণির শিকার। ডিফেন্ড করতে গিয়ে বল ব্যাটের পর প্যাডে লেগে চলে যায় প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে। চাদে কারমাইকেলকে (১৭) এলবিডব্লিউ করেন মেহেদী হাসান মিরাজ।

এরপর চোখ ধাঁধানো এক ডেলিভারিতে হাসান মুরাদ বোল্ড করেন কুর্তিস ক্যাম্ফারকে (০)। উইকেট শিকারের উৎসবে যোগ দেন তাইজুল ইসলামও। তিনি লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন হ্যারি টেক্টরকে (১৪)। একশর আগে (৯৪ রানে) ৫ উইকেট হারায় আয়ারল্যান্ড।

এর আগে মুশফিকুর রহিমের রেকর্ডগড়া সেঞ্চুরির পর লিটন দাসের ক্যারিয়ারের পঞ্চম শতকে ভর করে মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ৪৭৬ রানে। আয়ারল্যান্ডের হয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন।

দ্বিতীয় দিন শততম টেস্টে সেঞ্চুরি করে ১০৬ রানে আউট হন মুশফিক। ফলে লিটনের সঙ্গে গড়া ১০৮ রানের জুটি ভেঙে যায়। ৩১০ রানে পতন হয় পঞ্চম উইকেটের।

তবে থেমে যাননি লিটন। তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। আউট হওয়ার আগে খেলেন ১২৮ রানের সুন্দর এক ইনিংস। মিরাজের সঙ্গেও হয় শতরান পার করা জুটি। ১৩৩ রানের জুটিতে মিরাজের অবদান ৪৭। ভুল থেকে শিক্ষা না নিয়ে মিরাজ উইকেট বিলিয়ে দিলে ভাঙে সেই জুটি গ্যাভিন হোয়ে।

এরপর হয় ছন্দপতন। ৪ বলের ব্যবধানে মিরাজ-লিটন দুজনই ফেরত যান সাজঘরে। হোয়েকে সুইপ করতে গিয়ে টপ এজে স্লিপে ক্যাচ দেন পল স্টার্লিংকে লিটন। ৮ চার ও ২ ছক্কায় ১২৮ রানের ইনিংস খেলেন তিনি। ৪৩৩ রানে ৭ উইকেট হারায় স্বাগতিকরা।

প্রথম দিন ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দিনের খেলা শেষ করেছিল স্বাগতিকরা। মুশফিকুর রহিম ৯৯ ও লিটন অপরাজিত ছিলেন ৪৭ রানে।বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com