সংবাদ শিরোনাম :
আমরা এককভাবে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত: নাহিদ ইসলাম

আমরা এককভাবে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত: নাহিদ ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।।বাতায়ন২৪ডটকম।।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা এককভাবে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। তবে আমাদের সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারটা বিবেচনা করব। ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে বলেও জানান নাহিদ।

বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি।

নাহিদ ইসলাম শহীদ পরিবারকে সমবেদনা জানিয়ে বলেন, জুলাই আন্দোলনের বীর যোদ্ধাদের আমরা কখনও ভুলে যেতে পারি না। তাদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রের হওয়া উচিত। কেবল সাময়িক নয়, দীর্ঘমেয়াদি সহায়তাও নিশ্চিত করতে হবে।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, যারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জীবন বাজি রেখেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানোই নাগরিক পার্টির অঙ্গীকার। তাদের ত্যাগই আমাদের প্রেরণা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আহমেদ তনু, সালেহ আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।

বাতায়ন২৪ডটকম।।মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com