সংবাদ শিরোনাম :
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ হোল্ডারের বলে বোল্ড শামীম, ৪ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ রংপুরে কর্মসূচিতে অপরিষ্কার হওয়া রাস্তা পরিষ্কার করলো যুবদল (ভিডিও)  রংপুরে জাতীয় পার্টির বেশ কিছু নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে! মাত্র ৫০ মিটার দূরে ছিল গতকালের মৃত্যুর বিভীষিকা জুলাইকে ব্যবহার করে এক শ্রেণি সম্পদের পাহাড় গড়েছে- শিবির সভাপতি (ভিডিও) নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি ৯০ থেকে ৯৫ শতাংশ- ইসি সচিব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা  রংপুরে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

স্টাফ করেসপনডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয়ের জন্য বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৫ রান করে ক্যারিবীয়রা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজকে সাবধানী শুরু এনে দেন দুই ওপেনার অ্যালিক আথানাজে ও ব্র্যান্ডন কিং। প্রথম ৩ ওভারে ১৩ রান এবং পাওয়ার প্লেতে ৩৫ রান তুলেন তারা। অষ্টম ওভারে ৫০ রানে পা রাখে ওয়েস্ট ইন্ডিজ।

নবম ওভারে দ্বিতীয়বারের মত আক্রমণে এসে বাংলাদেশকে প্রথম উইকেট উপহার দেন স্পিনার রিশাদ হোসেন। ৪ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩৪ রান করা আথানাজেকে বোল্ড করেন রিশাদ।

১৩তম ওভারের প্রথম দুই বলে জোড়া উইকেট তুলে নেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। কিংকে ৩৩ রানে এবং ক্রিজে আসা নতুন ব্যাটার শেরফানে রাদারফোর্ডকে শূন্য হাতে বিদায় দেন তাসকিন। কিংয়ের ৩৬ বলের ইনিংসে ১টি চার ও ২টি ছক্কা ছিল।

৮২ রানে তৃতীয় উইকেট পতনের পর ক্রিজে আসেন শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা রোভম্যান পাওয়েল। পেসার মুস্তাফিজুর রহমানের বলে ৭ রানে জীবন পান পাওয়েল।

এই সুযোগে অধিনায়ক শাই হোপকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা ঘুড়িয়েছেন পাওয়েল। দু’জনের ৪৬ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে লড়াকু সংগ্রহ এনে দেয়। ২০ ওভারে ৩ উইকেটে ১৬৫ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ।

শেষ ৩ ওভারে ৫১ রান যোগ করেন হোপ ও পাওয়েল। এরমধ্যে ইনিংসের শেষ ওভার করা তানজিমের বলে টানা ৩ ছক্কায় ২২ রান তুলেন পাওয়েল।

সমান ২৮ করে বল খেলে হোপ ৪৬ এবং পাওয়েল ৪৪ রানে অপরাজিত থাকেন। দু’জনেই ১টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি মারেন। তাসকিন ৩৬ রানে ২টি ও রিশাদ ৪০ রানে ১টি উইকেট নেন।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com