সংবাদ শিরোনাম :
ইসকন নিষিদ্ধ ও মুফতি মহিবুল্লাহকে গুমকারীদের গ্রেফতারের দাবিতে রংপুরে বিক্ষোভ মানবিক বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন: কাদের গনি চৌধুরী তারেক রহমান সই না করায়, ভবিষ্যতে জুলাই সনদ বাস্তবায়ন হওয়া নিয়ে সংশয় জাতীয পাটির কো-চেয়ারম্যান মোস্তফার ১৯ মাস পর ঘরের মাঠে টাইগারদের সিরিজ জয় ইভিএম বাতিল, ‘না ভোট’ ফিরল : প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক “ফিরেদেখা” এর যুগপূর্তি উপলক্ষে রংপুর সাহিত্য উৎসব ও বইমেলা শুক্রবার সৌম্য-সাইফের ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৯৬ রান ১ কোটি ৭০ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিন জানা যাবে ১৩ নভেম্বর বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নভেম্বরে মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি

নভেম্বরে মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।

বুধবার ( ২২ অক্টোবর) দুপুরে নগরীর জিলা স্কুল মোড়ে অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সম্মিলিত ছাত্র জনতা রংপুরের উদোগে এই কর্মসূচিতে মাহির ফয়সালের সভাপতিত্বে ও  মোতাওয়াক্কীল বিল্লাহ শাহ ফকিরের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শাফিয়ার রহমান, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল রায়হান সিরাজী, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি শের ই খোদা আসাদুল্লাহ, মহানগর এনসিপির প্রথম যুগ্ম সমন্বয়ক আলমগীর নয়ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহবায়ক  ইমরান আহমেদ, মুখপাত্র রিফাত, মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকার প্রমুখ্

এসময় বক্তারা বলেন, আগামী বছরের ডিসেম্বেরে নির্বাচনী তফশিল ঘোষণা হলে এই সরকার আর কোন প্রকল্পের উদ্বোধন করতে পারবেন না। সেকারণে দ্র্রতি পিডি নিয়োগ করে নভেম্বরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারাদেশে এই আন্দোলন দানা বেধে উঠবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।

এই দাবিতে আগামী ৩০ অক্টোবর রংপুর বিভাগ জুড়ে স্তব্ধ কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।

বাতায়ন২৪ডটকম।।সমামা।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com