স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত অটো চালক মানিক মিয়া হত্যা মামলায় এজাহার নামীয় আসামী আওয়ামীলীগ নেতা মিঠুন চৌধুরী (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে নগরীর হরিরামপুর নয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। মিঠুন চৌধুরী দর্শনা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গেলো বছর ১৮ জুলাই রংপুর মহানগরীর মডার্ন মোড় এলাকায় পুলিশ ও আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলিতে নিহত হন অটো চালক মানিক মিয়া। এ ঘটনায় নিহত মানিক মিয়ার মা নুরজাহান বেগম হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ৫৭ নম্বর এজাহার নামীয় আসামী মিঠুন চৌধুরী। ৫ আগস্টের পর সরকার পতনের পর থেকেই পলাতক ছিলেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।।