সংবাদ শিরোনাম :
রংপুরে অটো চালক মানিক হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা মিঠুন চৌধুরী গ্রেফতার গণ পরিষদ নির্বাচনের ব্যাপারে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে: আখতার হোসেন রংপুরে দৈনিক করতোয়া’র ৫০ বছরে পদার্পণ উদযাপন রংপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত রংপুর সিটি কর্পোরেশনে নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা কমিটির কর্মপরিধি প্রস্তুতি সভা বিচারহীনতার সংস্কৃতি কারনে এ দেশে কেউই নিরাপদ নয় ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সিইসি এ এম এম নাসির উদ্দীন রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার প্রভাব খাটিয়ে ভাগনি জামাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ   রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক এইচডিইউ ইউনিটের উদ্বোধন পয়সা ওয়ালা হলেও পয়সা নিয়ে সীমান্ত পার করে দিবেন না: গয়েশ্বর চন্দ্র রায়
গণ পরিষদ নির্বাচনের ব্যাপারে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে: আখতার হোসেন

গণ পরিষদ নির্বাচনের ব্যাপারে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে: আখতার হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘  বাংলাদেশের সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন, প্রত্যেকটা জায়গায় যে সংস্কারগুলো প্রয়োজন। সেসব নিয়ে অনেকগুলো আলাপ আলোচনা তৈরি হয়েছে। আমরা চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপর জাতীয় নির্বাচন। কিন্তু অনেকেই শুধু চায় জাতীয় সংসদ নির্বাচন। এসব বিষয় নিয়ে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে। যাতে গণ পরিষদ নির্বাচনের আয়োজনটা সরকারসঠিক সময়ে করতে পারে।’ 

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রংপুরের কাউনিয়ার হারাগাছের আমবাড়িতে গণসংযোগকালে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। এসময় তার সাথে ছিলেন মহানগর এনসিপির প্রথম যুগ্ম সমন্বয়কারী আলমগীর সুমন, জেলার যুগ্ম সমন্বয়কারী এন আই সুমনসহ রংপুর জেলা ও মহানগর এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে হারাগাছের বিভিন্ন এলাকায় বৃষ্টি উপেক্ষা করে এনসিপির বিচার, সংস্কার, গণ পরিষদ এবং জাতীয় নির্বাচনের ভাবনা বিষয়ক প্রচারপত্র বিলি করেন তিনি।

 আখতার বলেন, এসব দাবির পক্ষে জনমত প্রতিষ্ঠা করতেই মাঠে কাজ করছে এনসিপি। আমাদের বার্তা আমরা পৌছে দিচ্ছি। খুব কম সময়ের মধ্যেই আমরা সারাদেশ ব্যাপি বিস্তৃতি লাভ করতে সক্ষম হয়েছি। গণ পরিষদ নির্বাচনসহ সংস্কার ও বিচারের দৃশ্যমানের জন্য কাজ করছি। একই সাথে সরকার যে সংস্কার কার্যক্রম আলোচনায় এনেছে। সেগুলো যাতে সরকার দ্রুত করতে পারে সেজন্য আমরা জনমত গঠনেও কাজ করছি। সারাদেশে যেকোন গণতান্ত্রিক আন্দোলনে গণমানুষকে সাথে নিয়ে সামনের পথটা আমরা নির্মান করতে পারবো।

আখতার বলেন, ‘ সরকার যে সময়সীমা নির্বাচনের দিয়েছে সেরকার সেই সময়ে নির্বাচন করতে পারে। তবে তার আগে অবশ্যই সরকারকে সংস্কার কার্যক্রমগুলোকে বাস্তবায়ন করা, বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নিত করা এবং মাঠ পর্যায়ের নিরপেক্ষতা নিশ্চিত করা ও লেবেল প্লেয়িং ফিল্ডি ইনশিওর করতে হবে।  যত দ্রুত সরকার এসব নিশ্চিত করতে পারবে তত দ্রুত নির্বাচন করতে পারবে। অন্যথায় নয়। ’

আখতার বলেন,  ‘ যে কোন সোসাইটিতে যখন জনগণের আকাংখার পরিবর্তন ঘটে। নতুন রাজনৈতিক জনগোষ্ঠির আবির্ভাব যখন ঘটে। সেখানে গণ পরিষদ নির্বাচনের মাধ্যমে শাসনতান্ত্রিক কাঠামো তৈরিতে ভূমিকা রাখে। বাংলাদেশে একটা নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এজন্য নতুন সংবিধানের বাস্তবায়নের কথা বলেছি অনেক আগে থেকেই। সরকার যেকোন সময় গণ পরিষদ নির্বাচনের আয়োজন করতে পারে। তাহলে আমরা সরকারের সেই উদ্যোগকে সাধুবাদ জানাবো।

 বৃহস্পতিবার তিনি কাউনিয়ার চর গোনাই, হারাগাছ, সারাই ও পীরগাছার দেউতিসহ বিভিন্নস্থানে প্রচারপত্র বিলি ও পথসভায় বক্তব্য রাখেন।
বাতায়ন ২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com