স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতেন২৪ডটকম।।
পীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় বাড়ির গেট ভেঙ্গে বিষু মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার বড় আলমপুর গ্রামের কবিরাজ পাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চালক ট্রাক্টর টি নিয়ে খালাশপীরের বালু পয়েন্ট থেকে বালু ভর্তি করে, আলমপুর গ্রামের কবিরাজ পড়ায় যাওয়ার পথে, বিশু মিয়ার বাড়ির গেটে ট্রাক্টরটি ধাক্কা খায়।
এতে বাড়ির গেট ভেঙ্গে – গেটের পাশে দাড়ীয়ে থাকা বিশু মিয়ার উপরে উঠে যায়।
ফলে গুরুতর আহত হয় বিশু মিয়া । পরে আহত বিশু মিয়াকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলেও – ওই দিন রাতে বিশু মিয়া মারা যায়।
নিহত বিশু মিয়া (৫২) আলমপুর গ্রামের জাবেদ আলীর পুত্র।
এ খবর লেখা পর্যন্ত, পীরগঞ্জ থানায় কোন অভিযোগ দায়ের হয়নি বলে জানা যায়।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।