সংবাদ শিরোনাম :
শহীদ আবু সাঈদের বাবা মায়ের পাশে এনসিপি নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন এসিপি পার্টির নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের পিতা সরকারের কাছে দ্রুত বিচার দাবি করেন শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন রংপুর জেল ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের পিতার সাথে রংপুর জেলা জামায়ত নেতৃবৃন্দ মতবিনিময় রৌমারীতে ২২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জাপায় নতুন করে ভাঙ্গন : চুন্নুসহ বহিষ্কার হচ্ছেন জাপা’র ৭ নেতা মুন্সীগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে গুলি আজ বিকেলে এনবিআরের আন্দোলন কারীর সাথে অর্থ উপদেষ্টা বৈঠক গাইবান্ধায় শিশু ধর্ষণ: গণপিটুনিতে অভিযুক্ত নিহত
যমুনা টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার দেবাশীষের পিতার শেষকৃত্তানুষ্ঠান সম্পন্ন

যমুনা টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার দেবাশীষের পিতার শেষকৃত্তানুষ্ঠান সম্পন্ন

Mortician, medical examiner covering dead body in morgue

 

 স্টাফ করেসপনডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

যমুনা টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার দেবাশীষ রঞ্জণ সরকারের পিতা ডা. বিধু রঞ্জণ সরকারের শেষকৃত্যানুষ্ঠান রংপুর মহানগরীর দখিগঞ্জ শ্মসানে সম্পন্ন হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে তার শেষকৃত্তানুষ্ঠানে অংশ নেন পরিবার, আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীরা।

প্রয়াত বিধু রঞ্জণ সরকারের জামাতা জানান, মঙ্গলবার (২৪ জুন) রাত  ৯ টা ২৫ মিনিটে রংপুর মহানগরীর লালবাগ কেডিসি রোডের নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি  স্ত্রী, দুই পুত্র, এক কণ্যা সাতি সাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে মারা যান। তার  বড় সন্তান যমুনা টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার. ছোট পুত্র সুভাশীষ রঞ্জণ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং মেয়ে তাপসী রানী সরকার রংপুর বেতারের সংবাদ পাঠক ও শিক্ষক।

 তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রংপুর রিপোর্টার্স ক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে, রংপুর সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশসহসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবি ও রাজনৈতিক সংগঠন। তারা শোক বার্তায় তাঁর পারলৌকিক মঙ্গল কামনা করেন। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পেশায় সুচিকিৎসকতার পাশাপাশ নানাবিধ সমাজ হিতেষী কাজে জড়িত ছিলেন তিনি।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com