সংবাদ শিরোনাম :
‎এক দশক পর বদরগঞ্জে বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্র সমিতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন কমিটি ঘোষণা পীরগঞ্জের হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান ছাদেকুল ইসলামকে  গ্রেফতার  দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী ‎ইতিহাসের নীরব সাক্ষী বদরগঞ্জের লালদিঘী নয় গম্বুজ মসজিদ নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল বর্ষীয়ান সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোকপ্রকাশ পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ঢাকা আগমন যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য- প্রেস সচিব কৃষকের কাছ থেকে আলু ক্রয় করবে সরকার: কৃষি উপদেষ্টা
রংপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৫ পালিত 

রংপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৫ পালিত 

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 33;

 

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম।।

বুধবার সকাল ১১ টায় রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন এএসডি একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
এ সময় বক্তব্য রাখেন,কারমাইকেল কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর শাহ আলম। শিশুদের অধিকার, নির্যাতন,১৪ বছর বয়সের আগে কোন শিশুকে কোন ধরনের শ্রমে নিয়োজিত না করার আহবান জানান।

সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রণীত জাতীয় শিশুশ্রম নিরসন নীতি ২০১০ এর উল্লেখযোগ্য অংশ:শিশুশ্রম নিরসনে আইন সংস্কার বা প্রণয়ন এবং তার বুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করতে হবে।

শ্রমে নিয়োজিত শিশুদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে।

শ্রমে নিয়োজিত শিশুর নিদিও কর্মঘন্টা কাজের তালিকা, মজরী নির্ধারিত থাকতে হবে এবং সাপ্তাহিক ছুটি, বিশ্রাম ও ও বিনোদনের সুযোগ দিতে হবে।

কর্মকালীন সময়ে কোন শিশু দুর্ঘটনায় পতিত হলে বা অসুস্থ হলে নিয়োগকর্তা নিজ খরচে শিশুর চিকিৎসার ব্যবস্থা করবেন।

শ্রমে নিয়োজিত শিশুর ভবিষ্যৎ নিরাপত্তার জন্য নিয়োগকর্তাকে বীমা/সঞ্চয়ের উদ্যোগ নিতে হবে।

শ্রমে নিয়োজিত শিশুকে কর্মক্ষেত্রে কোনরূপ শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতন করা যাবে না।

শ্রমে নিয়োজিত শিশুদের শ্রম থেকে প্রত্যাহারের লক্ষ্যে তাদের পিতামাতার জন্য আয়বৃদ্ধিমূলক কাজের ব্যবস্থা করতে হবে।

পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ ও নিকৃষ্ট ধরনের শ্রমসহ সকল ধরনের শ্রম থেকে শিশুদের প্রত্যাহার করতে হবে।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com