বাতায়ন২৪ডটকম/স্পেশাল করেসপন্ডেট
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও জনতার ওপর হামলা, হত্যা, হত্যা চেস্টা ও নাশকতা এবং পরিকল্পনাকারী ও অর্থজোগানদাতার মামলায় গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের আট জেলা থেকে ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে গত পাঁচ মাসে ১৪৫১ জনকে গ্রেফতার করা হলো। সোমবার (৩ ফেব্রুয়ারি) রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ক্রাইম এবং অপারেশন বিভাগ থেকে পাওয়া তথ্য মতে শনিবার ( ২ফেব্রুয়ারি) সকাল ৬ টা থেকে রোববার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬ টা পর্যন্ত বিভাগের বিভিন্ন উপজেলা ও জেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ৫ নং ওয়াডের যুবলীগের সক্রিয় সদস্য মেহিদী, গবিন্দগঞ্জ উপজেলার রাজা বিরাট ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি রেজাউল করিম,শীবপুর ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহবায়ক মমিন মিয়া,সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি এমদাদুল হক সরকার,কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক নুরুন্নবী সোনা, কচাকাটা উপজেলার নারায়নপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, বল্লেভেরখাস ইউনিয়নের আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারী অমিত কুমার সরকার,রাজার উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ছাত্রলীগ নেতা আব্দুল হাকিম সবুজ, কুড়িগ্রাম সদর উপজেলার যোগাদহ ইউনিয়নের আওয়ামীলীগ সহ সভাপতি গোলাপ উদ্দিন, উলিপুর উপজেলার ধামশ্রণী ইউনিয়নের ৪নং ওয়ার্ডেও আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আলম, দলদলিয়া ইউনিয়নের আওয়ামীলীগের সমর্থক সোলেয়মান সরকার, নাগেশ্বরী উপজেলার যুবলীগের সক্রিয় সদস্য আমিনুল ইসলাম,পৌরসভার ২নং ওয়ার্ডের যুবলীগের সক্রিয় সদস্য জয়নালী আবেদীন, নুন খাওয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধরণ সম্পাদক ফাহিম শাহরিার খান জিহান, নীলফামারী জেলার ডিমলা উপজেলার ৪নং ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি আমিন ইসলাম,দিনাজপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক আকরাম হোসেন,দিনাজপুর চিরিরবন্দর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক লায়লা বানু, বিরল উপজেলা ফরক্কাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য সাদেক আলী, ভান্ডারা ্ইউনিয়নের আওয়ামীলীগের স্বাস্থ্য ও জন সংখ্যা বিষয়ক সম্পাদক জাকির হোসেন,পারবর্তীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আহসান হাবিব নয়ন, হরিরামপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের,বিরামপুর উপজেলার আওয়ামীলীগ সমর্থক আরিফুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা বুলকিপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সহ সভাপতি তোজাম্মেল হোসেন, ঠাকুরগাঁ সদর আওয়ামীগের সমর্থক, এলাজ হোসেন, সুমন ইসলাম, পঞ্চগড় বোদা উপজেলার আওয়ামীলীগ আবু বক্কর সিদ্দিক, দেবিগঞ্জ উপজেলা চেংঠিহাজার ডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ আমিনুর ইসলাম ওরফে বুলু মাষ্টার
রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম জানান, আসামীদের গ্রেফতারে আমাদের সাঁড়াশি অভিযান চলছে। অভিযুক্ত আসামীদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স।
বাতায়ন২৪ ডটকম/শরিফুল ইসলাম