রংপুরে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কে কারণ কারণ দর্শানোর নোটিশ।

রংপুরে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কে কারণ কারণ দর্শানোর নোটিশ।

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম 

রংপুরের বদরগন্জ উপজেলার পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কে কারণ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।

বুধবার (১১ জুন) বিকেলে রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ও জেলা বিএনপির সদস্য সচিব ‎আনিছুর রহমান লাকু স্বাক্ষরিত চিঠিতে কারন
দর্শানোর নোটিশ করেন।

নোটিশে বলা হয়েছে আপনি বদরগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হিসাবে গুরুত্বপূর্ণ পদে থাকার পরেও বিএনপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) বিরুপ মন্তব্য করিয়া আসিতেছেন। এ কারণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করিয়াছেন বলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়েছেন।

‎সুতরাং, সু-নির্দিষ্ট অভিযোগ থাকায় আপনার বিরুদ্ধে’ কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা পত্র প্রাপ্তির পর অবহিত হওয়ার ৭২ ঘন্টার মধ্যে যথাযথ কারণ দর্শিয়ে নিম্ন স্বাক্ষরকারীগনের নিকট স্ব-শরীরে উপস্থিত হয়ে একটি লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হইল।

বাতায়ন২৪ডটকম/রিয়াদ ইসলাম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com