স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম।।
রংপুরের পীরগঞ্জের ভেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক, ছাদেকুল ইসলাম ও জড়িতদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ ভেন্ডাবাড়ি বন্দর ও ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী সূত্রে জানাযায়, ভেন্ডাবাড়ি বন্দরের পাশে একটি বিরোধপূর্ণ জমির দখল নেয়ার জন্য ভেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান, ছাদেকুল ইসলাম এর নেতৃত্বে, ইউপি সদস্য মেজবাউল ও এনামুল হক প্রতিপক্ষকে আক্রমণ করেন। এতে উভয় পক্ষের চারজন সহ প্রতিপক্ষের গোলাম মোস্তফা নামে গুরুতর আহত হয়ে মেডিকেল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে নিহত গোলাম মোস্তফার ভাই, চান মিয়া বাদী হয়ে ইউপি চেয়ারম্যান ছাদেকুল ইসলামসহ ৩০ জনকে আসামি করে থানা একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৩৮,তারিখ ২৪-০৮-২৫ইং।
থানায় মামলার তিন দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। তাই এলাকাবাসী এই বিক্ষোভ মিছিল বের করে। সরে জমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায় -আওয়ামী লীগের দোসর, ভেন্ডাবাড়ি ইউপি আওয়ামী লীগের সম্পদ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম, একজন ভূমিদস্যু হিসেবে পরিচিতি। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময়ে সেই ভেন্ডাবাড়ি এলাকার অসংখ্য বিরোধপূর্ণ জমি ক্রয় করে জবরদখল করেছেন। এলাকাবাসী এই আওয়ামী দোসর সাদিকুল ইসলামকে গ্রেপ্তার সহ বিচারের আওতায় এনে ফাঁসির দাবী জানিয়েছেন। এ ব্যাপারে মামলার তদন্ত অফিসার (ওসি তদন্ত) নাহিদ ইসলাম এর সঙ্গে কথা হলে, তিনি জানান -আমরা আসামি গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছি। খুব শীঘ্রই আসামিদের গ্রেফতার করতে সক্ষম হবে।
বাতায়ন ২৪ডটকম/শরিফুল ইসলাম।