স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন ২৪ডটকম।।
রংপুরের পীরগঞ্জে প্রায় দেড়শ একর সরকারী খাশ জমি বেদখলের প্রতিবাদে বিক্ষোভ ও মনববন্ধন করেছে এলাকাবাসী। এ ঘটনায় সরকারের তহশীল অফিস সাব-রেজিষ্ট্রারসহ দোষী ব্যাক্তিদের শাস্তির দাবীসহ ভূয়া দলিল বাতিলের দাবি তোলা হয় এই মানব বন্ধন থেকে।
আজ রবিবার (৩১ আগষ্ট) দুপুর ১২ টায় পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন ওই এলাকার প্রায় হাজারো নারী পুরুষ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় থেকে জানা যায়, পীরগঞ্জের বড়আলমপুর ইউনিয়নে প্রায় ১৪৬.১৫ একর জমিদার শৈলেন্দ্র নাথের জমি রয়েছে। যা বর্তমানে সরকারি খাস খতিয়ানে অর্ন্তভুক্ত। এসব জমি বড় আলমপুরসহ পার্শ্ববর্তী গ্রামের লোকজন মিলেমিশে শান্তিপূর্ণ ভাবে অর্ধশত বছর ধরে ভোগদখল করে আসছে। সাম্প্রতিক সময়ে বড়আলমপুর মৌজার মৃত. সোলেমান মিয়ার ছেলে আবু তাহের মিয়া ও তার লোকজন অবৈধ ভাবে দখল নিয়ে ভূয়া কাগজ পত্র দিয়ে দলিল সম্পাদনের পর বিভিন্ন জনের নিকট বিক্রি করে আসছে। এলাকাবাসীরা দাবী করেন, ১২৭ সিএস খতিয়ানে জমিদার শৈলেন্দ্র নাথ গং, ৪২৮ এসএ খতিয়ানেসহ বর্তমান মাঠ জরিপ রেকর্ডে বড়আলমপুর মৌজায় মারোয়ারি মৃত হিরালাল ওসোয়ালের ছেলে জোত্তরী মল ওসোয়ালের ১৪৬.১৫ একর জমি সরকারি কাগজে অর্পিত সম্মত্তি। অথচ আবু তাহের গংরা জমি মালিকানা দাবিতে দখলে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি ও জমি বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রি করে আসছে। সুষ্ঠু তদন্ত করলে থলের বিড়াল বেড়িয়ে আসবে। বক্তারা প্রশাসনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বড় আলমপুর মৌজায় অসংখ্য ভূমিহীন ব্যাক্তি রয়েছে। যাদের চাষাবাদ বা বাড়ি করার মত কোন জমি-জমা নেই, এ সব খাস জমি ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দিলে চাষাবাদের মাধ্যমে কয়েক শ’ পরিবার উপকৃত হবে। সরকারি খাস খতিয়ান ভুক্ত জমি গুলো অবৈধ দখলমুক্ত করে ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দেয়ার জন্য জন্য সরকারের কাছে জোর দাবী জানানো হয়
এ সময় বক্তব্য রাখেন, রংপুর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য সহকারি অধ্যাপক মাওলানা নুরুল আমিন, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, পীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সাইফুল আজাদ, বড়আলমপুর ইউপি’র মহিলা সদস্য ফাতেমা বেগম, মাহফুজার রহমান মাফু সহ অনেকে ।
এর আগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহনকারীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে ।
বাতায়ন ২৪ডটকম/শরিফুল ইসলাম