স্টাফ করেসপন্ডেট রংপুর।। বাতায়ন২৪ডটকম
এক দশক পর সরাসরি ভোটে রংপুরের বদরগঞ্জ উপজেলা বিএনপির নেতৃত্ব নির্বাচিত হয়েছে। শনিবার রাত ৯ টার দিকে ভোট গণনা শেষে সভাপতি পদে অধ্যাপক পরিতোষ চন্দ্র চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক পদে অধ্যাপক এম আজিজুল হকের নাম ঘোষণা করা হয়।
নানা সীমাবদ্ধতায় দীর্ঘ দিন সম্মেলন করতে না পারলেও পরিবর্তিত পরিস্থিতিতে বেশ ঘটা করে সম্মেলনের আয়োজন করে দলটি। দীর্ঘ ১০ বছর পর বিএনপির সম্মেলন ঘিরে পুরো শহর সেজেছিল নেতৃত্বে আসা নেতাদের ছবি, ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে। এই সম্মেলন ঘিরে ১৭ বছর হামলা, মামলা, নির্যাতন ও কারাবরণে জর্জরিত নেতাকর্মীরা ফিরে পায় প্রাণচাঞ্চল্য।
দলীয় সূত্র জানায়, ২০২২ সালে অধ্যাপক পরিতোষ চন্দ্র চক্রবর্তী কে আহ্বায়ক ও সাখাওয়াত হোসেন শাহান কে সদস্য সচিব করে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম চলছিল। নতুন নেতৃত্ব বেছে নিতে বদরগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দলের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সিনিয়র সহ সভাপতি পদে ২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৪ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জনসহ মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে ৭১০ জন ভোটার অংশ নেন।
সভাপতি পদে ৩৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন অধ্যাপক পরিতোষ চন্দ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক পদে ৩৮১ ভোট পেয়ে বিজয়ী হন অধ্যাপক এম আজিজুল, সিনিয়র সহ সভাপতি পদে ৩৩৬ভোট পেয়ে বিজয়ী হন অ্যাডভোকেট মোঃ মোকসেদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৪৪১ ভোট পেয়ে বিজয়ী হন মাহাফুজা বেগম মিষ্টি সাংগঠনিক সম্পাদক পদে ৩২৯ ভোট পেয়ে মামুদুজ্জামান সরকার নিপুল ও ২৯৮ ভোট পেয়ে ওবায়দুল হক দুজনই সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক পরিতোষ চক্রবর্তীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান ও সদস্য আফতাব উদ্দিন, সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক যুবদল কেন্দ্রীয় কমিটির ডা. লোহানী মো. তাজুল ইসলাম, রংপুর জেলা বিএনপির সদস্য লিটন পারভেজ, সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদরগঞ্জ উপজেলা শাখার উত্তম কুমার সাহা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
বাতায়ন২৪ডটকম/রিয়াদ ইসলাম