সংবাদ শিরোনাম :
গাইবান্ধা জেলা ছাত্র সমিতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন কমিটি ঘোষণা পীরগঞ্জের হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান ছাদেকুল ইসলামকে  গ্রেফতার  দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী ‎ইতিহাসের নীরব সাক্ষী বদরগঞ্জের লালদিঘী নয় গম্বুজ মসজিদ নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল বর্ষীয়ান সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোকপ্রকাশ পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ঢাকা আগমন যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য- প্রেস সচিব কৃষকের কাছ থেকে আলু ক্রয় করবে সরকার: কৃষি উপদেষ্টা আমার-আপনার সবার মধ্যে যদি পরি বর্তন না হয়, তাহলে  কি দেশ পরিবর্তন হবে? : স্বাস্থ্য উপদেস্টার প্রশ্ন
গাইবান্ধা জেলা ছাত্র সমিতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন কমিটি ঘোষণা

গাইবান্ধা জেলা ছাত্র সমিতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন কমিটি ঘোষণা

সুন্দরগঞ্জ প্রতিনিধি:

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গাইবান্ধা জেলা ছাত্র সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান আসাদ (অর্থনীতি) এবং সাধারণ সম্পাদক হয়েছেন এস এম মোসাদ্দেক হোসাইন (সিএসই) ।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান বিজয় (আইন),ইশরাত জাহান উর্মি (আইন),আল-রাকিব রাসেল বসুনিয়া (সিএসই),ইবনে কৌশিক আকাশ (সিএসই)। সহ-সভাপতি হিসেবে আছেন
রুবেল মিয়া (আইন), সামছুর জোহা সরকার (আইন), সুলতান মাহমুদ জীম (ইইই), বায়জিদ বাঁধন (সিএসই), জান্নাতুল নেছা ইমু (আইন) এবং ইসরাত জাহান ইমা (আইন)।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সম্রাট আকবর (আইন), এস এম কাব্য চৌধুরী (আইন) ও মাজহারুল ইসলাম মাজহার (ইংরেজি)।এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন সাংগঠনিক সম্পাদক আল মাহদী আংগুর (আইন), মোরশেদুল আকন্দ মুরাদ (বিবিএ), তাসলিমা ফারজানা অরিন (আইন), উম্মেহানি আক্তার জেসি (অর্থনীতি), কাজী মুবতাসিম তাহমিদ মাহিন (সিএসই), দপ্তর সম্পাদক খন্দকার সালেহীন মাহমুদ সাদ (আইন),অর্থ সম্পাদক নুরি আরশি লিসা (আইন),প্রচার সম্পাদক অনুরুপ কুমার শাহ রায় (বিএমবি), শিক্ষা সম্পাদক,রাইসুল হাসান (আইন) ও উপ-শিক্ষা সম্পাদক মো: রোমান ইসলাম (সিএসই),আইন সম্পাদক আফসানা তাজমীম (আইন)।

সমাজসেবা সম্পাদক তাওহিদ হাসান রাজ (আইন),উপ-সমাজসেবা সম্পাদক সামির হোসেন (ফার্মেসী),তথ্য ও যোগাযোগ সম্পাদক নুর হাসান হাবিব লিয়ন (ইংরেজি) ওবউপ-তথ্য ও যোগাযোগ সম্পাদক: শিপন সরকার সজীব (ইইই),ফটোগ্রাফি ও মিডিয়া সম্পাদক তাওহিদুল ইসলাম রেজওয়ান (ইংরেজি),মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মাসুদুর রহমান মাছুদ (আইন),আন্তর্জাতিক সম্পাদক: সুমাইয়া রাজ্জাক স্মৃতি (অর্থনীতি)। সহ-আন্তর্জাতিক সম্পাদক গোলাম কিবরিয়া (ইংরেজি),ছাত্রী সম্পাদক আফরীন আক্তার আশা (বিবিএ),প্রকাশনা সম্পাদক রিয়াদ হাসান শাওন (ইইই),ক্রীড়া সম্পাদক শরিফুদ্দিন ইসলাম সিয়াম (সিএসই),ছাত্রবৃত্তি সম্পাদক মেহেদী হাসান (সিএসই),পাঠচক্র সম্পাদক সাইদুজ্জামান সিহান (সিএসই), ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: রিয়াদ ইসলাম (বিবিএ)

আরও আছেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক অমিত কুমার বর্মন (বিবিএ),রক্ত সম্পাদক দেওয়ান মো. আর রাফি সাওম (সিএসই),ত্রাণ ও দুর্যোগ সম্পাদক: জুহায়ের হাসনাত ফুয়াদ (আইন),আপ্যায়ন সম্পাদক আহসান হাবিব আসিফ (ইইই), ধর্ম সম্পাদক ইসমাঈল আল মাহমুদ ইমরান (সিএসই) স্বাস্থ্য সম্পাদক সাবীর মোহাম্মদ তৌফিক (ফার্মেসী) ও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মো. রিওন মিয়া (ইইই) এবং নিলয় আহমেদ (ইংরেজি)।
নতুন কমিটি গঠনের মাধ্যমে গাইবান্ধা জেলা ছাত্র সমিতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আগামীর কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com