সংবাদ শিরোনাম :
রংপুরে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের দুই নেতা গ্রেফতার আরো ৯ জেলায় নতুন ডিসি নিয়োগ নগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় এমপি প্রার্থী সামুর লিফলেট বিতরণ ও গণসংযোগ  জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ রংপুরেশিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত জাতির উদ্দেশে দেয়া ভাষণে যা বললেন প্রধান উপদেষ্টা নির্বাচনের আগেই গণভোটে অনড় জামায়াত, পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গণভোট ও নির্বাচন একই দিনে হলে কোনো সমস্যা নেই স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান
প্রতিষ্ঠা বার্ষিকীতে তারুণ্যের মিলন উৎসব কারমেইকেল কলেজে (ভিডিও)

প্রতিষ্ঠা বার্ষিকীতে তারুণ্যের মিলন উৎসব কারমেইকেল কলেজে (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।।বাতায়ন২৪ডটকম।।

১০৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারুণ্যের মিলন মেলা বসেছে ঐতিহ্যবাহি কারমেইকেল কলেজ ক্যাম্পাসে। আগামীকালও চলবে এই উৎসব।ৃ

সোমবার (১০ নভেম্বর) সকাল থেকেই চলছে নানা আয়োজন। একটি বর্ণাঢ্যশোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। এতে শিক্ষক-শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের প্লাকার্ড নিয়ে অংশ নেন।

 এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে, কেক কেটে তারুণ্যের উৎসবের উদ্বোধন করেন কলেজেটির সাবেক অধ্যক্ষ প্রফেসর রেজাউল ইসলাম। পরে আলোচনাসভায়

পরে আলোচনসভা ও সঋতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আমজাদ হোসেন, সরকারি বেগম রোকেয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. ইসমাইল হোসেন সরকার, সরকারি সিটি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. বোরহান উদ্দিন, কারমাইকেল কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো.হাবিবুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর দিলীপ কুমার রায়।

 প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বসেছে ৩০টি স্টলের বিশেষ তারুণ্যের মেলা। তারুণ্যের মেলায় হাস খিচুরি, ডিম খিচুরি,  পিঠা,পায়েস , নুলডস, পুডিং, চুড়ি, পানসহ  শিক্ষার্থীদের হাতের তৈরি সামগ্রী স্থান পেয়েছে। সবাই নেচে গেয়ে আনন্দ আড্ডায় নিজেকে মাতিয়ে রেখেছেন। বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঙ্গলবারও ( ১১ নভেম্বর) আচলবে নানা আয়োজন। অংশ নিয়ে শিক্ষক শিক্ষার্থীরা জানালেন কারমাইকেল কলেজের ঐতিহ্য ধরে অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন রাখতে বাজেট বরাদ্দ বাড়ানোসহ আরও বেশ কিছু যুগোপোযোগি বিভাগ চালু করা উচিৎ।

১৯১৬ সালের ১০ নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বর্তমানে কারমাইকেল কলেজে ১৯ টি বিভাগে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী আছে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com