সংবাদ শিরোনাম :
সাদুল্লাপুরে জামুডাঙ্গা আদর্শ দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন যমুনা টিভির সাংবাদিক পলাশ

সাদুল্লাপুরে জামুডাঙ্গা আদর্শ দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন যমুনা টিভির সাংবাদিক পলাশ

গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামুডাঙ্গা আদর্শ দ্বিমুখী দাখিল মাদ্রাসা পরিচালনার জন্য গঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন যমুনা টেলিভিশনের সাংবাদিক জিল্লুর রহমান মন্ডল পলাশ।

তিনি যমুনা টেলিভিশনের পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন-এর গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলার জামুডাঙ্গা গ্রামের বাসিন্দা।

চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—পদাধিকার বলে মাদ্রাসার প্রধান (সুপার) মো. আব্দুস সাত্তার আকন্দ (সদস্য সচিব), অভিভাবক সদস্য মো. সাইদুর রহমান এবং সাধারণ শিক্ষক সদস্য মো. আবুল কালাম আজাদ মন্ডল।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মাদ্রাসার সুপার মো. আব্দুস সাত্তার আকন্দ। এর আগে গত ২৩ ডিসেম্বর মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রজ্ঞাপনে পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ (ছয়) মাসের জন্য সভাপতি মনোনয়নসহ চার সদস্যের এই এডহক কমিটি অনুমোদন পায়।

এ বিষয়ে মাদ্রাসার সুপার মো. আব্দুস সাত্তার আকন্দ বলেন, ‘মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী স্নাতক পাশ ও সৎ যোগ্য ব্যক্তি হিসেবে সাংবাদিক জিল্লুর রহমান পলাশকে সভাপতি মনোনীত করা হয়েছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি নানা দিক থেকে উন্নয়নবঞ্চিত ছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে শিক্ষার মানোন্নয়নসহ মাদ্রাসার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।’

সভাপতি মনোনীত হওয়ায় প্রতিক্রিয়ায় সাংবাদিক জিল্লুর রহমান পলাশ বলেন, ‘এলাকায় ধর্মীয় ও সাধারণ শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হয়েছে। বর্তমান বাস্তবতা বিবেচনায় শিক্ষার মানোন্নয়ন, সন্তোষজনক ফলাফল নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, ১৯৯২ সালে সাদুল্লাপুর উপজেলার ৩ নং দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামে জামুডাঙ্গা আদর্শ দ্বিমুখী দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এবতেদায়ী ও দাখিল পর্যায়ের এই মাদ্রাসাটি ২০০৪ সালে এমপিওভুক্ত হয়। মাদ্রাসাটি এমপিওভুক্ত করতে তৎকালীন ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকির সহযোগিতায় শিক্ষানুরাগী আইনজীবী মো. জহুরুল ইসলাম মন্ডল (তোতা মিয়া) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তাঁর সম্মতিতেই এবার প্রথমবারের মতো সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন তাঁর ছেলে, সাংবাদিক জিল্লুর রহমান পলাশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com