সংবাদ শিরোনাম :
৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের জকসু নির্বাচন ২২ ডিসেম্বর ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫ অনুমোদন, বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি নগরীর বাস টার্মিনাল এলাকায় রংপুর-৩ আসনের এমপি সামুর গণসংযোগ  রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের আবির্ভাবের সন্ধিক্ষণ ছিল ৭ই নভেম্বর গুম প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন : সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার শেষ করতে হবে ১২০ দিনে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের মতবিনিময় সভা শনিবার  চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি : প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ মাইলস্টোন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা
রংপুরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আবাসিক হোটেল বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ 

রংপুরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আবাসিক হোটেল বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ 

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন ২৪ডটকম।।

রংপুরে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে দুইজন গ্রেফতারের পর আবাসিক হোটেলটি বন্ধের দাবিতে মর্ডান মোড়ে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এতে ঢাকার সাথে রংপুরের ৬ জেলার সড়ক যোগাযোগএক ঘন্টা  বন্ধ থাকে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় নগরীর মডার্ন মোড়ের শাহী মহল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে একজন নারী এবং পুরুষকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনার পর এলাকাবাসী হোটেলটি বন্ধের দাবিতে মর্ডান মোড় অবরোধ করে রাখে। এ সময় তারা হোটেল কি সিলগালা করে বন্ধ করে দেয়ার দাবি জানাই।

অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে গেছে। পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করলেও দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ তুলে নেয়ার ঘোষণা দেন। পরে পুলিশ গ্রেপ্তারকৃতদের থানায় নিয়ে যায় এবং আবাসিক হোটেলটি বন্ধ করে দেয়ার প্রতিশ্রুতি দিলে বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে অবরোধ তুলে নেন এলাকাবাসী। অবরোধের কারণে  এক ঘন্টারও বেশি  ঢাকার সাথে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সড়ক যোগাযোগ বন্ধ থাকে।

এলাকাবাসীর অভিযোগ, ওই হোটেলের মালিক দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকান্ডের জন্য হোটেল  ভাড়া দিচ্ছে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এছাড়াও হোটেল মালিক শাহজাদা রহমান রংপুর মহানগর ৩২ নং ওয়ার্ড নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

রংপুর মহানগর তাজহাট থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, ওই হোটেলটিতে সব সময় অনৈতিক কর্মকাণ্ড হয়। এমন অভিযোগে সেখানে আমরা অভিযান চালাই। এখান থেকে হাতেনাতে দুইজনকে আটক করি। বিষয়টি জানাজানি হওয়ার পর হোটেলটি সিলগালা করার দাবিতে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আমরা ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিলে একঘন্টা পর এলাকাবাসী অবরোধ তুলে নেন।

ওসি আরো জানান, কয়েক বছর আগে ওই হোটেলের বাঙ্কারের ভেতর থেকে নারীদের উদ্ধার করা হয়। সেই ঘটনার মামলা এখনো চলমান। সবগুলো বিষয়ে তদন্ত করা হচ্ছে।

বাতায়ন ২৪ডটকম/শরিফুল ইসলাম।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com