সংবাদ শিরোনাম :
‘মানুষ মারার অধিকার, কে দিলো রে জানোয়ার’ শ্লোগানে উত্তাল রংপুর রংপুরে ভূমিহীন পরিবারের বাড়ি ঘর আওয়ামী লীগ ট্যাগ দিয়ে পুড়িয়ে দিলেন বিএনপি নেতা রংপুরে বালুভর্তি ট্রাক থেকে বিপুল পরিমান গাজা উদ্ধার, গ্রেফতার ২ আওয়ামীলীগ যে পথে বিএনপি সেই পথে, আমরা ভাই মরলো কেন তারেক রহমান জবাবদে শ্লোগান জুমার নামাজ পড়তে যাওয়ার পথে যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রংপুর বার ইউনিটের ১৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি? আশ্রয় কেন্দ্রে বানভাসিদের ত্রানের জন্য হাহাকার পেটে ৭ ইঞ্চি কাঁচি রেখে সেলাই, ৭ মাস পর অপসারণ দিনাজপুর শিক্ষাবোর্ডে এবারও শীর্ষে রংপুর মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো
রংপুর নগরীতে অবিরাম বর্ষণে পানিতে তলিয়ে গেছে ২৫ টি মহল্লা :চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

রংপুর নগরীতে অবিরাম বর্ষণে পানিতে তলিয়ে গেছে ২৫ টি মহল্লা :চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

স্টাফ করসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

নগরী রংপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নগরীর প্রায় ২৫টি মহল্লা এক থেকে দেড় ফুট পানিতে রাস্তাঘাট তলিয়ে গেছে। ফলে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। চরম দুর্ভোগ পড়েছে নিম্ন আয়ের মানুষ ।
বিপাকে পড়েছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা।

রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাত থেকে আজ মঙ্গলবার (২০ মে) সকাল ৬টা পর্যন্ত ১৪৯  মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বর্ষার পানি নেমে যাওয়ার জন্য আগাম প্রস্তুতি না থাকায়  নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী মনে করেন। শ্যামা সুন্দরী খাল খনন না করায় অবিরাম বৃষ্টিতে খাল উপচে পানি আশপাশের অনেক বাড়িঘরে প্রবেশ করেছে। নগরীর উপর দিয়ে প্রবাহিত ১২ কিলোমিটার দীর্ঘ শ্যামা সুন্দরী খাল অনেক স্থানে তলিয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

অন্যদিকে নগরীর কামারপাড়া, মুন্সিপাড়া, মুলাটোল, বাবু খাঁ, গোমস্তপাড়া, জুম্মাপাড়া, হনুমান তলাসহ কমপক্ষে ৩০ টি মহল্লা এক থেকে দেড় ফুট পানিতে প্লাবিত হয়েছে। ফলে হাজার হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন।

রংপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানিয়েছেন, রংপুরে গত দুই দিনে ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজও বৃষ্টি হতে পারে বলে তিনি জানিয়েছেন ।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, অবিরাম বর্ষণের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। তবে এখনও বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আকস্মিক অবিরাম বৃষ্টিতে চরাঞ্চলের অনেক এলাকা প্লাবিত হওয়ায় ধানক্ষেতসহ রবিশস্যের অনেক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বাতায়ন ২৪ডটকম /শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com