ফজরের নামাজের পরে মসজিদের গেটে দাড়িয়ে ভোট চাইলেন ওসমান হাদী। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে এরকম দুইটি ছবি দিয়ে ফেসবুকে পোস্ট শেয়ার করেছেন নাজমুল ইমলাম শুভ।
পোস্টে তিনি লিখেছেন, ফজরের নামাজের পর এত ভোরে কোন এমপি প্রার্থীকে মসজিদের সামনে এসে এভাবে ভোট চাইতে আমি আর কখনোই দেখি নি। সবাই তখন ঘুমে। আর হাদি দৌড়াচ্ছে একা মসজিদ থেকে মসজিদে। আল্লাহ এই সৎ ছেলেটার পরিশ্রম কবুল করুক।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণার পর থেকেই নিজ নির্বাচনি এলাকায় ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এসব প্রচারণার কাজে প্রতিদিনই অর্জন করছেন বিভিন্ন রকমের অভিজ্ঞতা। সেগুলো ভক্ত-সমর্থকদের সঙ্গে শেয়ারও করে নিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে লড়বেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তাই তফসিল ঘোষণার আগেই এলাকা ঘুরে নিজের নির্বাচনি প্রাচারণা চালাচ্ছেন তিনি।