সংবাদ শিরোনাম :
রংপুরে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের দুই নেতা গ্রেফতার আরো ৯ জেলায় নতুন ডিসি নিয়োগ নগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় এমপি প্রার্থী সামুর লিফলেট বিতরণ ও গণসংযোগ  জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ রংপুরেশিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত জাতির উদ্দেশে দেয়া ভাষণে যা বললেন প্রধান উপদেষ্টা নির্বাচনের আগেই গণভোটে অনড় জামায়াত, পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গণভোট ও নির্বাচন একই দিনে হলে কোনো সমস্যা নেই স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান
রংপুরে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের দুই নেতা গ্রেফতার

রংপুরে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের দুই নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

বৃহস্পতিবার ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পুর্বঘোষিত “ঢাকা লকডাউন” কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে, রংপুরের মানুষের উপর সন্ত্রাসী হামলার ও সাংগঠনিক সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সময়, পীরগাছা ও বদরগঞ্জ থানা পুলিশের হাতে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার।

পুলিশ সুপার রংপুর সুত্রে জানাযায়, রংপুরের পীরগাছা থানার এসআই সফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে অভিযান চালিয়ে অদ্য বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে কর্মকান্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পীরগাছা উপজেলার সহ সভাপতি মিজানুর রহমান (৫৪) পিতা- মৃত আঃ জব্বার সরকার, সাং- বড় পানশিয়া, থানা-পীরগাছা, জেলা-রংপুরকে উপজেলা গেইটের সামনে থেকে গ্রেফতার করা হয়। এবং আসামীকে পীরগাছা থানার মামলা নং- ১৫, তাং-১৫/১১/২০২৪, ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলী আইন, ধারা-৩/৩(ক) তৎসহ ১৪৩/৪৪৮/৩৮০/৫০৬(২)/১১৪ পেনাল কোড ১৮৬০ মূলে গ্রেফতার করা হয় ।

পুলিশ ও স্থানীয় সুত্রে আরও জানাযায় বুধবার (১২ নভেম্বর) আনুমানিক সকাল ০৮:১৫ ঘটিকায় রংপুর জেলার বদরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নুরুল আমিন সরকার এর নেতৃত্বে অভিযানকালে ৯নং দামোদারপুর ইউনিয়ন আওয়ালীগ সভাপতি আজিজুল হক সরকার (৬২) পিতা- মৃত হাফিজ উল্লাহ সরকার, সাং-মোস্তফাপুর বারো বিঘা, থানা-বদরগঞ্জ, জেলা-রংপুরকে উপজেলা অফিসার পাড়া টুটুল চৌধুরীর ‘স‘ মিলের পার্শ্বে অবস্থিত ডিউক চৌধুরীর আমবাগান হতে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীসহ পলাতক ও অজ্ঞতনামা আসামীগন ঘটনা স্থলে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করার অভিপ্রায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের নিয়ে পরস্পরের সহায়তায় জননিরাপত্তা বিপন্ন এবং নাশকতামুলক কর্মকান্ড করার উদ্দেশ্যে সভার আয়োজন করেন। এছাড়াও তারা ব্যক্তিগত ও সরকারি সম্পত্তি ক্ষতিসাধণ করায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(২) (ঈ)/৮/৯/(৩)/১০/১২ ধারায় বদরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা হয় মামলা নং ১৬, তাং-১২/১১/২০২৫ ।

এবিষয়ে পুলিশ সুপার রংপুর মো. আবু সাইম বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, যারাই রাষ্টকে অস্থিতিশীল করার অপচেষ্টা করবে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত আছি, সন্ত্রাস দমনে সর্বদাই স্বোচ্ছার রংপুর জেলা পুলিশ।

বাতায়ন২৪ডটকম।।হারুন-অর-রশিদ বাবু।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com