filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 38;
স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুর স্টেডিয়ামে শুরু হয়েছে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
সোমবার ( ২৮ জুলাই) বিকেলে শহীদ আবু সাঈদ এর পিতা মকবুল হোসেনকে সাথে নিয়ে খেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। এ সময় ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, ডিসি মোহাম্মদ রবিউল ফয়সালসহ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন করে বিভাগীয় কমিশনার বলেন, জুলাই বিপ্লবের স্মৃতিকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে এবং মাদক থেকে মুক্ত রাখতেই এই আয়োজন।
প্রথম দিনের খেলায় রংপুর সদর ও কাউনিয়া উপজেলা অংশ নেয়। এতে এক শূন্য গোলে কাউনিয়া উপজেলা কে হারিয়ে সদর উপজেলা জয়ী হয়। মঙ্গলবার গঙ্গাচড়া ও বদরগঞ্জ উপজেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে গংগাচড়ার মিনি স্টেডিয়ামে।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।