স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন ২৪ ডটকম।।
ঢাকা ও খুলনায় হত্যার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের মিছিল নির্বিঘ্ন করতে রংপুরে বিএনপি অফিসের সামনে অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে বিএনপির মহানগর আহবায়ক বৈছাআর মিছিলে যেকোন ধরণের অপ্রীতিকর ঝামেলা এড়াতে কার্যালয়ের সামনে বসে নেতাকর্মীদের নিবৃত করেছেন।
শনিবার (১২ জুলাই) বেলা সোয়া ১২ টায় রংপুর জিলা স্কুলের সামন থেকে বিক্ষোভ মিছিল কের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা নগরীর গ্রান্ড হোটেল মোড় হয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে যাওয়ার গন্তব্য জানায়। বিক্ষোভ মিছিলটি যাতে
গ্রান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামন দিয়ে যাওয়ার সময় কোন ধরণের অপ্রীতিকর ঘটনার মুখে না পড়ে সেজন্য সকাল থেকেই কার্যালয়ের সামনে অতিরিক্ত সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। সাড়ে ১২ টার সময় সেখান দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলটি অতিক্রম করার সময় সেখানে সতর্ক অবস্থানে থাকে আইনশৃঙখলাবাহিনী। মিছিলটি সেখান দিয়ে শান্তিপুর্নভাবে শ্লোগান দিতে দিতে অতিক্রম করতে দেখা যায়।
এদিকে মিছিলটি কার্যালয় অতিক্রম করার সময় সেখানে একটি ওষুধের দোকানে বসে থেকে মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু মিছিলে যাতে কেউ হামলা করতে না পারে সেটি তদারকি করেন। তিনি পুর্বেই নেতাকর্মীদের ঘোষণা দেন কার্যালয় এবং আশেপাশের এলাকায় যেন কোন নেতাকর্মী না থাকে।
মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু বলেন, ‘ আমরা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। বিএনপি এ ঘটনার সাথে যুক্তদের আজীবনের জন্য বহিস্কার করেছে। প্রতিবাদের সাথে আমরাও একমত। যেহেতু শিক্ষার্থীরা মিছিল করে ক্যাম্পাসের দিকে যাবে, রুটও আমাদের কার্যালয়ের সামন দিয়েই। সেকারণে আমি নিজেই এখানে এসেছি এবং আমাদের সকল নেতাকর্মীকে আশেপাশে অবস্থান নিতে বারণ করে দিয়েছি। তারা কেউ আসেনি। বৈছাআরা শ্লোগান দিতে দিতে শান্তিপুর্নভাবে বিক্ষোভ নিয়ে ক্যাম্পাসের দিকে চলে গেছে।
সামু বলেন, আমাদের কাছে খবর আছে এই প্রতিবাদের ভেতরে ছাত্রলীগ এবং ছাত্র সমাজের সন্ত্রাসীরা ঢুকেছে। তারা অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। আমরা বিষয়টি আইনশৃঙখলাবাহিনীকে বলেছি। প্রতিবাদের নামে যেন কেউ বিশৃংখলা তৈরি করতে না পারে সেটাও ইন্টেরিমকে নিশ্চিত করতে হবে।
বিএনপি কার্যালয়ে অতিরিক্ত আইনশৃঙখলাবাহিনী মোতায়েনের ব্যাপারে মহানগর কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, ‘ যেহেতু একটা প্রতিবাদ বিক্ষোভ হবে। দুস্কৃতিকারীরা যাতে কোন ধরণের সুযোগ নিতে না পারে সেজন্য বিএনপি কার্যালয়সহ পুরো নগরীতে এবং মিছিলের সামনে ও পেছনে আমরা আইনশৃঙখলাবাহিনী মোতায়েন করেছি।’
মহানগর পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী জানান, ‘ বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বাড়তি সতর্কতা ও নিরাপত্তার জন্য। যাতে প্রতিবাদ মিছিলকে ঘিরে কেউ কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। ‘
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।