স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুরে জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবিতে প্রতীকী জানাজা হয়েছে।
আজ রোববার দুপুর ১২টার দিকে নগরের সাতমাথা রেলগেটে প্রতীকী এই কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা নগরের জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন সাতমাথার বাসিন্দা রাজিমুজ্জামান হৃদয়, প্রান্ত হোসেন, মো. নাঈম, সাকিব হোসেন, মোহাম্মদ হাসান, হোসাইন, সৈকত ইসলাম ও তানবীর ইসলাম প্রমুখ। গায়েবানা জানাজা পরিচালনা করেন মাদ্রাসাশিক্ষার্থী রাহুল ইসলাম।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এক বছর ধরে জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে আছে। লালমনিরহাট, কুড়িগ্রাম, পীরগাছা ও কাউনিয়াসহ আশপাশের এলাকার হাজারো মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করেন। কিন্তু খানাখন্দে ভরা সড়কটির কারণে তাঁদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এমন অবস্থার পরও রংপুর সিটি করপোরেশন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।
জানাজার পর আন্দোলনকারীরা প্রতীকী মরদেহ সামনে রেখে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তাঁরা সিটি করপোরেশনের প্রশাসক শহীদুল ইসলাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমাকে ‘অযোগ্য’ উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, একটি প্রকল্পের মাধ্যমে সড়কটি সংস্কারের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি জরুরি ভিত্তিতে ভাঙা অংশগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাতায়ন২৪ডট/শরিফুল ইসলাম।