সংবাদ শিরোনাম :
‘মানুষ মারার অধিকার, কে দিলো রে জানোয়ার’ শ্লোগানে উত্তাল রংপুর রংপুরে ভূমিহীন পরিবারের বাড়ি ঘর আওয়ামী লীগ ট্যাগ দিয়ে পুড়িয়ে দিলেন বিএনপি নেতা রংপুরে বালুভর্তি ট্রাক থেকে বিপুল পরিমান গাজা উদ্ধার, গ্রেফতার ২ আওয়ামীলীগ যে পথে বিএনপি সেই পথে, আমরা ভাই মরলো কেন তারেক রহমান জবাবদে শ্লোগান জুমার নামাজ পড়তে যাওয়ার পথে যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রংপুর বার ইউনিটের ১৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি? আশ্রয় কেন্দ্রে বানভাসিদের ত্রানের জন্য হাহাকার পেটে ৭ ইঞ্চি কাঁচি রেখে সেলাই, ৭ মাস পর অপসারণ দিনাজপুর শিক্ষাবোর্ডে এবারও শীর্ষে রংপুর মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো
রংপুরে ময়না কুটি হিমাগারে আলুর পরিবর্তে পুস্টির  ৭০০ কেজি মিস্টি জব্দ করলো সেনাবাহিনী

রংপুরে ময়না কুটি হিমাগারে আলুর পরিবর্তে পুস্টির  ৭০০ কেজি মিস্টি জব্দ করলো সেনাবাহিনী

 

স্টাফ করেসপন্ডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুর মহানগরীর ময়নাকুটি কোল্ড স্টোরেজে  আলুর পরিবর্তে স্টোরিং করা পুস্টি নামের একটি মিস্টি  দোকানের ৭ হাজার কেজি মিস্টি জব্দ করেছে যৌথবাহিনী। এসময় কোল্ড স্টোরেজ  ও মিস্টির দোকানের মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

 বুধবার ( ৪ মে) রাত ১০ টায় সেখানে অভিযান চালায় যৌথবাহিনী।  রংপুর সেনানিবাসের ৭২ পদাতিক বিগ্ৰেডেরে ৩০ ইস্টবেঙ্গলের লেফটেন্যান্ট এস এম আশিকউজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টিম রাত ১০ টায় নগরীর ময়না কুটি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অভিযান চালাই।  সেখানে ২ ও ৪ নম্বর চেম্বারে আলুর পরিবর্তে স্টোরিং করা ৭ হাজার কেজি মিস্টি জব্দ করা হয়। মিস্টিগুলো নগরীর পুস্টি নামের একটি মিস্টির দোকানের। সেখানে মজুদ রেখে অস্বাস্থ্যকরভাবে সেুগলো বাজারজাত করা হতো। বিএসটিআই এবং জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের কউপস্থিতিতে মিস্টিগুলো জব্দ করা হয়। পরে সেগুলো হিমাগারটির স্টোর থেকে বাইরে এনে ক্যাম্পাসেই মাটিতে পুতে ধ্বংস করা হয়।

এসময়  ভ্রাম্যমান আদালতের বিচারক হিমাগারটির মালিককে ১ লাখ এবং পুস্টি মিস্টি দোকানের মালিককে ১ লাখ টাকা জরিমানা করে।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী জানান, সেনাবাহিনীর সাথে পুলিশ, জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের কর্মকর্তারা আছেন। মিস্টির মতো একটি খাদ্য দ্রব্য আলুর  জন্য নির্মিত হিমাগারে রাখার বিষয়টি খুবই উদ্বেজনক। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com