সংবাদ শিরোনাম :
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ হোল্ডারের বলে বোল্ড শামীম, ৪ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ রংপুরে কর্মসূচিতে অপরিষ্কার হওয়া রাস্তা পরিষ্কার করলো যুবদল (ভিডিও)  রংপুরে জাতীয় পার্টির বেশ কিছু নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে! মাত্র ৫০ মিটার দূরে ছিল গতকালের মৃত্যুর বিভীষিকা জুলাইকে ব্যবহার করে এক শ্রেণি সম্পদের পাহাড় গড়েছে- শিবির সভাপতি (ভিডিও) নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি ৯০ থেকে ৯৫ শতাংশ- ইসি সচিব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা  রংপুরে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হারাগাছে অনলাইন ক্যাসিনো সহ সকল জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন

হারাগাছে অনলাইন ক্যাসিনো সহ সকল জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুর মহানগরীর হারাগাছ মেট্রোপলিটন থানা এলাকায় অনলাইন ক্যাসিনো ও জুয়াসহ সকল ধরনের জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৫ টায় সামাজিক সংগঠন “আমার দেশ আমার অহংকার”-এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক ইমরান খান সুজনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অনলাইন ক্যাসিনো ও বিভিন্ন ধরনের জুয়া তরুণ প্রজন্মকে বিপথে ঠেলে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ। তারা এই অনলাইন ক্যাসিনো জুয়া খেলায় সর্বস্ব হারিয়ে বিপদগামী হচ্ছে, বাড়ছে নেশাগ্রস্ত, চুরি, ছিনতাই, খুন এর মতো ঘটনা। তারা এই ক্ষতিকর অনলাইন জুয়া বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং সারা দেশে এই অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার দাবি জানান। তাদের এই মানববন্ধন টি হারাগাছ থানা এলাকার বেশ কয়েকটি প্রধান জায়গা প্রদক্ষিন করেন।
সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে জুয়া নিষিদ্ধকরণের আহ্বান জানান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজকে জুয়া ও মাদকমুক্ত করতে তারা সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং মানববন্ধন শেষে হারাগাছ মেট্রোপলিটন থানায় স্মারকলিপি প্রদান করেন।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com