সংবাদ শিরোনাম :
রংপুরে উপদেস্টা ফরিদার উপস্থিতিতে  প্রেজেনটেশনে শেখ মুজিব ও হাসিনার ছবি নিয়ে তোলপাড় জুলাই সনদ বাস্তবায়নে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির লালন  শিল্পী ফরিদা পারভীন ও পারে চলে গেলেন বিএনপি নেতা ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া ফারজানা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার স্ত্রীর পরিকল্পনাতে যুবদল নেতা শামীম খুন নায়েককে চড় মেরে নিজেই কেঁদেছিলেন কাজল পাবর্তীপুরে রেলওয়ের জমি লীজ নিয়ে বিরোধ: ওসির অপসারনের বিক্ষোভ, অবরোধ রংপুরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আবাসিক হোটেল বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ  স্বাস্থ্য খাতের দুর্নীতির মামলায় মহি মিঠু গ্রেফতার আবারও বিশ্বের শীর্ষ ধনী খেতাব অক্ষুন্ন রেখেছেন ইলন মাস্ক
নায়িকা ফারিয়া হত্যার চেষ্টা মামলায় গ্রেফতার

নায়িকা ফারিয়া হত্যার চেষ্টা মামলায় গ্রেফতার

  1. স্টাফ করসপন্ডেন্ট রংপুর।। বাতায়নডটকম।।

    হত্যা চেষ্টা মামলায় নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    ১৮ই মে শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশন পুলিশ সূত্র জানিয়েছে, থাইল্যান্ড যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    তার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চালাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের পর বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। পরে থানা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

    ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) রবিউল হোসেন ভূঁইয়া বলেন, বিকাল চারটার দিকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ভাটারা থানা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

    ভাটারা থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চালাকালীন ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা আছে।

    মামলার এজাহার অনুযায়ী, আন্দোলন চলাকালে ভাটারা এলাকায় সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় নুসরাত ফারিয়াকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, অন্দোলন দমনে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।

    আলোচিত এই অভিনেত্রী বাংলাদেশ এবং কলকাতার সিনেমায় নিয়মিত অভিনয় করলেও তাকে দীর্ঘদিন পর্দায় দেখা যায়নি। তবে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বীন-৩’তে তাকে নতুন করে দেখা যায়।

    বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com