সংবাদ শিরোনাম :
নিজের মতাদর্শের সরকার থাকলেও চোখে চোখ রেখে কথা বলতে ও লিখতে পারলেই সাংবাদিকদের দুর্ভোগ ও হতাশার মুক্তি মিলবে রংপুরে ৫ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার হার্টে রিং পরাতে গিয়ে রোগীর মৃত্যু, মারধরের শিকার স্বজনরা (ভিডিও) ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের জকসু নির্বাচন ২২ ডিসেম্বর ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫ অনুমোদন, বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি নগরীর বাস টার্মিনাল এলাকায় রংপুর-৩ আসনের এমপি সামুর গণসংযোগ  রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের আবির্ভাবের সন্ধিক্ষণ ছিল ৭ই নভেম্বর গুম প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন : সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার শেষ করতে হবে ১২০ দিনে
খালেদা জিয়া টাকা আত্মসাৎ করেননি; ২ কোটি টাকা বেড়ে ৬ কোটি হয়েছে: ভাগিনা তুহিন

খালেদা জিয়া টাকা আত্মসাৎ করেননি; ২ কোটি টাকা বেড়ে ৬ কোটি হয়েছে: ভাগিনা তুহিন

স্টাফ করেসপন্ডেন্ট, নীলফামারী।। বাতায়ন২৪ডটকম।।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও সম্পূর্ণ মিথ্যা আখ্যা দিয়েছেন তার ভাগনে, প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

রোববার (১৮ মে) বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলার ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে ১৮ বছর পর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি মনোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বদিরুজ্জামান রানা ও সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান।

প্রকৌশলী তুহিন বলেন, “খালেদা জিয়ার নামে ২ কোটি টাকার আত্মসাতের মামলা দেওয়া হয়েছিল। অথচ সেই টাকা কেউ আত্মসাৎ করেনি। বরং ওই অর্থ এখনো ব্যাংকে রয়েছে এবং সুদে-আসলে তা বেড়ে প্রায় ৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেন, “এই মিথ্যা মামলায় তাকে অন্যায়ভাবে সাজা দিয়ে দীর্ঘদিন কারাবন্দী রাখা হয়েছিল। বাস্তবে যে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল, তার কোনো বাস্তব ভিত্তি নেই। এটি ছিল একটি রাজনৈতিক প্রতিহিংসার ফসল।”

পতিত সরকারের সমালোচনা করে তুহিন বলেন, “বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। কোনো গ্রহণযোগ্য প্রমাণ ছাড়াই তাকে সাজা দেওয়া হয়েছে, যা বিচার ব্যবস্থার ওপর প্রশ্ন তোলে।”

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এখানে উপস্থিত অনেক নেতাকর্মী হামলা, গুম ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। কেউ রাতে বাড়িতে ঘুমাতে পারছেন না। এই দমন-পীড়নের শাসনব্যবস্থাকে আমরা ঘৃণা করি। দেশের জনগণ একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা চায়, যেখানে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠিত হবে।”

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, “সরকার এখন নির্বাচন নিয়ে টালবাহানা করছে। জনগণ এই সরকারকে আর চায় না। বিএনপি সব সময় একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে এবং এজন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি।”

তিনি আরও মন্তব্য করেন, “সরকারের ভেতরে কিছু ‘ভূত’ আছে, যারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমরা সংঘাত চাই না, শান্তিপূর্ণ গণতন্ত্র চাই। ১৬ বছরের দুঃশাসন আর নির্যাতনের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জেলা সভাপতি আখম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, ডিমলা উপজেলা শাখার সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটনসহ দলীয় নেতৃবৃন্দ।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com