সংবাদ শিরোনাম :
“আধিপত্যবাদী শত্রুরা আবারো নতুন করে ক্ষমতা দখল করতে পারে -এজন্য আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে”  জামায়েত নেতাদের অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে: তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলাম সুন্দরগঞ্জে অসহায়-দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ ভারতে ‘বিদেশি’ আখ্যা দিয়ে বাঙালি মুসলিমদের বাংলাদেশে পাঠানো হচ্ছে ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল ৪০ ফিলিস্তিনির কাউনিয়ায় ফেনসিডিলসহ ৩ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার লালমনিরহাটে রংপুর ১২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজনীতিতে জাতীয় পার্টি আওয়ামী লীগের দালাল হিসেবে কাজ করেছে:আখতার রংপুরে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কে কারণ কারণ দর্শানোর নোটিশ। পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে নগদ অর্থ, সরঞ্জামাদিসহ দুই হ্যাকার গ্রেফতার
খালেদা জিয়া টাকা আত্মসাৎ করেননি; ২ কোটি টাকা বেড়ে ৬ কোটি হয়েছে: ভাগিনা তুহিন

খালেদা জিয়া টাকা আত্মসাৎ করেননি; ২ কোটি টাকা বেড়ে ৬ কোটি হয়েছে: ভাগিনা তুহিন

স্টাফ করেসপন্ডেন্ট, নীলফামারী।। বাতায়ন২৪ডটকম।।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও সম্পূর্ণ মিথ্যা আখ্যা দিয়েছেন তার ভাগনে, প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

রোববার (১৮ মে) বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলার ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে ১৮ বছর পর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি মনোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বদিরুজ্জামান রানা ও সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান।

প্রকৌশলী তুহিন বলেন, “খালেদা জিয়ার নামে ২ কোটি টাকার আত্মসাতের মামলা দেওয়া হয়েছিল। অথচ সেই টাকা কেউ আত্মসাৎ করেনি। বরং ওই অর্থ এখনো ব্যাংকে রয়েছে এবং সুদে-আসলে তা বেড়ে প্রায় ৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেন, “এই মিথ্যা মামলায় তাকে অন্যায়ভাবে সাজা দিয়ে দীর্ঘদিন কারাবন্দী রাখা হয়েছিল। বাস্তবে যে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল, তার কোনো বাস্তব ভিত্তি নেই। এটি ছিল একটি রাজনৈতিক প্রতিহিংসার ফসল।”

পতিত সরকারের সমালোচনা করে তুহিন বলেন, “বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। কোনো গ্রহণযোগ্য প্রমাণ ছাড়াই তাকে সাজা দেওয়া হয়েছে, যা বিচার ব্যবস্থার ওপর প্রশ্ন তোলে।”

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এখানে উপস্থিত অনেক নেতাকর্মী হামলা, গুম ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। কেউ রাতে বাড়িতে ঘুমাতে পারছেন না। এই দমন-পীড়নের শাসনব্যবস্থাকে আমরা ঘৃণা করি। দেশের জনগণ একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা চায়, যেখানে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠিত হবে।”

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, “সরকার এখন নির্বাচন নিয়ে টালবাহানা করছে। জনগণ এই সরকারকে আর চায় না। বিএনপি সব সময় একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে এবং এজন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি।”

তিনি আরও মন্তব্য করেন, “সরকারের ভেতরে কিছু ‘ভূত’ আছে, যারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমরা সংঘাত চাই না, শান্তিপূর্ণ গণতন্ত্র চাই। ১৬ বছরের দুঃশাসন আর নির্যাতনের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জেলা সভাপতি আখম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, ডিমলা উপজেলা শাখার সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটনসহ দলীয় নেতৃবৃন্দ।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com