স্পেশাল করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুরের বদরগন্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের দীর্ঘ ১৬ বছর পর বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভোটারদের সরাসরি ভোটের মাধ্যমে মামুদুজ্জামান সরকার নিপুল সভাপতি, সিনিয়র সহ সভাপতি আব্দুল মজিদ মিয়া ও ইলিয়াছ মিয়া সাধারণ সম্পাদক এবং আবু সুফিয়ান সাংগঠনিক সম্পাদক, আতিকুর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার ১২ মে সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক লিটন পারভেজ বিজয়ীদের নাম ঘোষণা করেন। এ সময় জেলা বিএনপির সদস্য মঈন উদ্দিন ও রাজিব চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ২ জন, সিনিয়র সহ সভাপতি পদে ১ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী অংশগ্রহণ করেন। দ্বি-বার্ষিক নির্বাচন মোট ৪শত ৫৯ জন ভোটারের মধ্যে ৪৪২ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
নির্বাচিত প্রার্থীরা বলেন দলের সকল কর্মী বিন্দুদেরকে নিয়ে একসাথে কাজ করে যাবো। এদিকে দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ছিল ব্যাপক প্রাণচাঞ্চল্য এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম ও জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু জানান, দলীয় নির্দেশে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করায় যোগ্য ও পরীক্ষিত নেতা-কর্মী নেতৃত্বে এসেছে।
বাতায়ন২৪ডটকম/রিয়াদ ইসলাম