স্টাফ করেসপন্ডেন্ট নীলফামারী।। বাতায়ন২৪ডটকম।।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি স্বপ্ন নিয়ে কাজ করছে—সেটি হলো বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।”
সোমবার (১২ মে) সকালে নীলফামারীর জলঢাকা আল ফালাহ্ হলরুমে আয়োজিত শিবিরের উপশাখা প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “শিবির ২৪ জুলাইয়ের গণআন্দোলনের পর নতুনভাবে একটি আদর্শ সমাজ গড়ার স্বপ্ন সামনে নিয়ে এসেছে। একটি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থায় মানুষ সাম্যের সঙ্গে বসবাস করবে, থাকবে না খুন-খারাবি, প্রতিষ্ঠিত হবে সুবিচার। শিক্ষার্থীরা নৈতিকতার আলোকে একটি নিরাপদ সমাজ গড়ে তুলবে, যেখানে আগামী প্রজন্ম নিরাপদ থাকবে।”
নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করে বলেন, “গত ১৫ বছর ধরে ইসলামী ছাত্রশিবিরকে কাঙ্ক্ষিতভাবে কাজ করতে দেওয়া হয়নি। সাংবিধানিক অধিকার চাইতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মীকে জেলে যেতে হয়েছে। ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের রক্ত দিতে হয়েছে, ত্যাগ করতে হয়েছে।”
তিনি আরও বলেন, “ইসলামী ছাত্রশিবির আজ বাংলাদেশের জন্য এক অনিবার্য বাস্তবতা। আমরা এমন এক প্রজন্ম তৈরি করতে চাই যারা ভবিষ্যতে মুসলিম উম্মাহর কান্ডারী হিসেবে নেতৃত্ব দিতে সক্ষম হবে। আল্লাহর দেওয়া বিধান ও রাসূল (সা.) প্রদর্শিত পথ অনুযায়ী জীবনের সর্বস্তরে পরিবর্তন এনে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য।”
সমাবেশে সভাপতিত্ব করেন শিবিরের নীলফামারী জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগর এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারী আন্তাজুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নীলফামারী-৩ আসনের জায়ামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, জামায়াতে ইসলামীর জলঢাকা উপজেলা আমীর মোখলেছুর রহমান,জলঢাকা উপজেলা নায়েবে আমীর মোঃ কামারুজ্জামান,উপজেলা সেক্রেটারী মোয়াম্মার আল হাসান ও ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।