স্টাফ করারসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুরের মিঠাপুকুরে এক মহিলা মাদক ব্যবসায়ী কে গাঁজা ও হিরোইনসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।
আজ রবিবার ১১ই মে দিবাগত রাতে মিঠাপুকুর উপজেলার বালারহাট খন্দকার পাড়ার মনোয়ারা বেগম নামের এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১৪ কেজি ২৫০ গ্রাম গাজা ২০ কেজি হিরোইন ও একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গোপন সংবাদ এর ভিত্তিতে সেনাবাহিনীর ৬৬টি পদাতিক ডিভিশনের ৭২ ব্রিগেডের ৩৪ ইস্ট বেঙ্গল পীরগঞ্জ ক্যাম্পের কমান্ডার আরিয বিন বাশার ও মিঠাপুকুর থানা পুলিশ মনোয়ারা বেগমকে গ্রেফতার করে।
পরে পুলিশ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন মনোয়ারা বেগম মৃত গোপালের স্ত্রী। সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায়ের সাথে জড়িত।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম