ষ্টাফ করেসপনডেন্ট,রংপুর।।
রংপুরের পীরগঞ্জে মনিকৃষ্ণ সেন মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবীতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে।
আজ ৫ মে রবিবার বিকেল সাড়ে টায় উপজেলার ধাপেরহাট বন্দরে ঢাকা-রংপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অংশ নেয় শতাধিক শিক্ষার্থী।
এ সময় শিক্ষার্থীরা বলেন, মনি কৃষ্ণ সেন কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। অত্র কলেজের এইচ এস সি পরীক্ষার শিক্ষার্থীদের ৫ কিঃ মিঃ দুরে
চতরা ডিগ্ৰী কলেজ কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে কষ্ট পোহাতে হয়। মনি কৃষ্ণ সেন কলেজ এইচ এসসি পরীক্ষা পার্শ্ববর্তী সাদুল্যাপুর উপজেলার অধীন শাহ আজগর আলী ডিগ্রি কলেজে নেয়ার দাবী তোলেন।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম