স্পেশাল করেসপনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ ডটকম।।
শিলা বৃষ্টির সাথে কালবৈশাখীর তান্ডব দেখল রংপুরবাসি। এতে বাড়ি ঘর গাছ গাছালির ক্ষতির পাশাপাশি উঠতি বোরো, ভুট্টা এবং আমের ব্যাপক ক্ষতি হয়। এ সময় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিচ্ছিন্ন থাকে বিদ্যুৎ ব্যবস্থা।
শনিবার(২৬ এপ্রিল) রাত দশটা ২৫ মিনিট থেকে ১১:১০ মিনিট পর্যন্ত চলে বৃষ্টির সাথে ঝড়ো হওয়ার এই তান্ডব।প্রথমে রাত দশটা ২৫ মিনিটেশুরু হয় ঝড়ো হাওয়া। এ সময় প্রচুর ধুলা উড়তে দেখা যায় পুরো নগরীতে।
গাছের পাতা ঝরে পড়ে মাটিতে। প্রায় ১৫ মিনিটের ঝড়ো হাওয়ার পর শুরু হয় শিলা বৃষ্টি। সাথে কালবৈশাখীর ঝড়। থমকে যায় সবকিছুই। মুহূর্তেই বন্ধ হয়ে যায় দোকানপাট। বন্ধ হয়ে যায় বিদ্যুৎ ব্যবস্থা। অন্ধকারে ছেয়ে যায় পুরো নগরী।
কালবৈশাখীর তাণ্ডবে উপরে পড়ে টিনের চাল গাছ গাছালি। শিলা বৃষ্টিতে উঠতি বোরো ধান, ভুট্টা এবং আমের ব্যাপক ক্ষতি হয়। এগারোটা ১০ মিনিট পর্যন্ত চলে এই ঝড়ো হাওয়া এবং বৃষ্টির তাণ্ডব।
রংপুর আবহাওয়া অফিস ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এই সময়ে বৃষ্টিপাত হয়েছে ২০ মিলিমিটার। বাতাসের গতিবেগ ছিল ৮ নটিকেল মাইল। বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রিপোর্ট লেখার সময় পর্যন্ত কি পরিমান ক্ষতি হলো সেই তথ্য পাওয়া যায়নি।
তবে রংপুরের ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল জানিয়েছেন, কালবৈশাখীর ঝড়ে কোথাও কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেগুলো খতিয়ে দেখতে
স্থানীয়দের পাশাপাশি সরকারি কর্মকর্তারা কাজ শুরু করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলা যাবে।
বাতায়ন২৪ডটকম /রিয়াদ ইসলাম