সংবাদ শিরোনাম :
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বদরগঞ্জে হাজার হাজার মানুষের বিক্ষোভ  লালমিনরহাট তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজায় হামলা ও লুটপাটের ঘটনায় মামলা  কালীগঞ্জের  ভূমি অফিসে এসি ল্যান্ড পদ শূন্য দুর্ভোগের শিকার সেবাপ্রত্যাশীরা লালমিনরহাট তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজায় পুলিশের টহল দলের সামনে হাৃমলা, ১৪ লাখ টাকা লুট, আহত ৩ রংপুরে বিএনপি নেতা লাবলু হত্যায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি  জিয়া পরিবার যখন ভালো থাকে, তখন বাংলাদেশে মানুষও ভালো থাকে:রুমিন ফারহানা   জুলুম করে প্রতিশোধ নিতে চাই না: তারেক রহমান  রংপুরে  ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন পীরগঞ্জের কলেজ ছাত্র তন্ময়ের গলায় ফাঁস দিয়ে আত্ন হত্যা রংপুরে র‍্যাবের ইয়াবার নাটক সাজিয়ে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
রংপুরে বিএনপি নেতা লাবলু হত্যায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি 

রংপুরে বিএনপি নেতা লাবলু হত্যায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি 

স্পেশাল করেসপনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ ডটকম।।

রংপুরের বদরগঞ্জে উপজেলার মধুপুর ইউনিয়নের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বিএনপি নেতা লাবলু মিয়াকে প্রকাশ্যে হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলা শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এর আগে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকারের নেতৃত্বে শত শত এলাকাবাসী ও নিহত লাবলু মিয়ার স্বজনরা বদরগঞ্জ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রদান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার, হুমায়ন কবির মানিক, মোশারফ হোসেনসহ অনেকে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ৫ এপ্রিল দিনের বেলায় প্রকাশ্যে চিহ্নিত সন্ত্রাসী শহীদুল হক মানিক ও তার ছেলে তমালের নেতৃত্ব সন্ত্রাসীরা লাবলু মিয়াকে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় নিহতের ছেলে রায়হান কবীর বাদী হয়ে বদরগঞ্জ থানায় হত্যাকারীদের নাম উল্লেখ করে মামলা করেন। তবে ১৮ দিন অতিবাহিত হওয়ার পরেও কাউকেই গ্রেফতার করেনি পুলিশ। বরং হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার করার দাবি জানান। না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ১৩ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি জমা দেন।

এ ব্যাপারে নিহত লাবলু মিয়ার স্বজন মোশারফ হোসেন জানান, চিহ্নিত সন্ত্রাসী শহীদুল হক মানিক ও তার ছেলে তমালের নেতৃত্ব সন্ত্রাসীরা বিএনপি নেতা লাবলু মিয়াকে কুপিয়ে হত্যা করে। তারা উপজেলা সদরে তাণ্ডব চালালে পুলিশকে বার বার ফোন করার পরেও পুলিশ আসেনি। ঘটনা শেষ হবার পর সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ১৭ দিন অতিবাহিত হওয়ার পরেও পুলিশ কাউকেই গ্রেফতার করছে না।

একই অভিযোগ করেন সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার। তিনি বলেন, ‘প্রকাশ্য দিবালোকে খুনিদের তাণ্ডব হলো। একজন নিরপরাধ বয়স্ক বিএনপি নেতা লাবলু মিয়াকে হত্যা করা হলো। অথচ খুনিদের এখনও গ্রেফতার করছে না পুলিশ।‘

এ ব্যাপারে বদরগঞ্জ থানার ওসি এসএম আতিকুর রহমান বলেন, ‘আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। অবশ্যই তাদের গ্রেফতার করে আইন আওতায় আনা হবে।

বাতায়ন২৪ডটকম /রিয়াদ ইসলাম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com