স্পেশাল করেসপনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ ডটকম।।
রংপুরসহ সারাদেশে ৯ টি প্রদেশ বাস্তবায়ন এবং দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ও এক ব্যক্তির দুই ভোটের দাবিতে মানববন্ধন করেছেন রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদ।
রোববার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত রংপুরের কাচারী বাজারে এই মানববন্ধনে দাবি আদায়ে বিভিন্ন প্লাকার্ড নিয়ে অংশ নেন পরিষদের নেতাকর্মীরা।
পরিষদের আহবায়ক আমিন উদ্দিন বিএসসির সভাপতিত্বে এসময় বক্তারা বলেন,বৈষম্যবিরোধী জনগনের আকাঙখার ও রাষ্ট্র কাঠামো গড়তে হলে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে হবে। এজন্য অংশিদারিত্তের গণতন্ত্র কায়েম, সব শ্রেণি পেশার জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রংপুরসহ সারাদেশে ৯ টি প্রদেশ গঠন করে প্রাদেশিক শাসনব্যবস্থা কায়েম করতে হবে। দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বক্তারা।
বাতায়ন২৪ডটকম /রিয়াদ ইসলাম