স্পেশাল করেসপনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুর নগরীর ভগিবালাপাড়ায় এলাকার সন্ত্রাসী ও ভূমিদস্যুদের ভয়ে নিজ বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে একটি অসহায় পরিবার। শনিবার বিকাল ৩ টায় ভগিবালা পাড়ায় এলাকায় আনোয়ার হোসেন সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
আনোয়ার হোসেন লিখিত বক্তব্য বলেন, তাঁর বাবা কামের উদ্দিন ওরফে কান্টু মিয়া ১৯৭৫ সালে সাবেক দাগ ২৫৮, হাল দাগ ৯০৭ দাগে ৩,৭৫ শতক জমি ১৮ আগষ্ট ৩৬৯০৮/৭৫ নং দলিল মূলে খরিদ করেন। তিনি ওই জমি তার তিন ভাই আনেয়ার আনিছুর, মোনায়ার এবং দুই বোন ফেন্সি ও আমেনা বেগমকে হেবা দলিল করে দেয়। সে থেকে ওই জমিতে তারা বসতবাড়ি এবং দোকান ঘর নির্মান করে ব্যবসা বানিজ্য পরিচালনা করে আসছে।
গত ৩০ নভেম্বর ২০২৪ ইং তারিখে নগরীর ভূমিদস্যু, চাঁদাবাজ, ও মাদক সম্রাট নামে পরিচতি আনারুল ও তমিজ উদ্দিন গংরা ওই জমির উপর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুট পাট চালিয়ে নগত অর্থ ও মালামাল লুট করে। এ ঘটনায় রংপুর কোতয়ালী থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।
মামলার পর থেকে আসামীরা জামিন নিয়ে আনোয়ার হোসেনে স্ত্রী সন্তানদের জানে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। এর পর থেকে তারা নিজ বসতবাড়ি ছেড়ে জীবনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।
আনোয়র হোসেনের স্ত্রী সাবিনা বেগম জানান আমরা গত ৬ মাস ধরে নিজ বসতবাড়ি ছেড়ে সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে অনন্ত্র বসবাস করছি। নিজ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আমরা যেতে পারছি না। মেয়ে সমাজ কল্যাণ বিদ্যা বিথী কলেজ থেকে সদ্য এইচ এসসি পাশ করা আরফিন আক্তার শোমা কে রাস্তা ঘাটে অশ্লীন ভাষায় গালিগালাজ করে বলে তার মা সাবিনা বেগম জানান।
এ ঘটনায় আনোয়ার হোনেন তার পৈত্রিক জমিতে শান্তি পূণ্যভাবে বসবাস করার জন্য রংপুর র্যাব-১৩ ও যৌথবাহিনীর কাছে লিখিত অভিযোগ প্রদান করেন।
বাতায়ন২৪ডটকম