সংবাদ শিরোনাম :
‎জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির তিন নেতার পদত্যাগ ‎রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান রংপুরে শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ‎ঘোষণাপত্র পাঠে শেষ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি, বিপুল মানুষের উপস্থিতি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি থেকে এলো যে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা রংপুরে শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা বদরগঞ্জে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম: অন্যথায় থানা ঘেরাও রংপুর নগরীতে ভূমিদস্যুদের ভয়ে বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে  একটি পরিবার দলীয় নেতার পরিচয় গোপন করল বিএনপি পানির ওপর উজানের দেশ ভারতের একতরফা নিয়ন্ত্রণ বাংলাদেশকে বিপদে ফেলছে
পানির ওপর উজানের দেশ ভারতের একতরফা নিয়ন্ত্রণ বাংলাদেশকে বিপদে ফেলছে

পানির ওপর উজানের দেশ ভারতের একতরফা নিয়ন্ত্রণ বাংলাদেশকে বিপদে ফেলছে

‎রংপুর প্রতিনিধি,বাতায়ন২৪ডটকম

‎রংপুর পাবলিক লাইব্রেরি হলে তিস্তা কনভেনশনে বক্তব্য দেন আলোচকরা
‎রংপুর পাবলিক লাইব্রেরি হলে তিস্তা কনভেনশনে বক্তব্য দেন আলোচকরা
‎উজানের দেশ হিসেবে পানির ওপর ভারতের একতরফা নিয়ন্ত্রণ ভাটির দেশ বাংলাদেশকে বিপদে ফেলছে। সেই সঙ্গে জীববৈচিত্র্য, জলবায়ু এবং ইকোসিস্টেমকে ঝুঁকিপূর্ণ করে তুলছে।’ রংপুরে তিস্তা কনভেনশনে আলোচকরা এ কথা বলেন।

‎বৃহস্পতিবার বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি হলে তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, তিস্তা সুরক্ষা ও সব নদ-নদী, খাল দখল-দূষণ বন্ধের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ রাজশাহী ও রংপুর বিভাগের আয়োজনে এ কনভেনশন অনুষ্ঠিত হয়। রংপুর জেলা বাসদের আহ্বায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেশনে বক্তব্য দেন– দলের কেন্দ্রীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান, বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল, সিপিবি রংপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আলী রায়হান সরকার, নদী গবেষক শেখ রোকন, বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ আন্দোলন (মাপা) রংপুর জেলা নির্বাহী মনির, ডা. সৈয়দ মামুনুর রহমান প্রমুখ।


‎কনভেশনে বক্তারা বলেন, ‘পানি হলো প্রকৃতির এমন অত্যাবশ্যকীয় উপাদান যাকে কেন্দ্র দুনিয়ায় বিভিন্ন স্থানে সভ্যতার পত্তন হয়েছে। অথচ কালের পরিক্রমায় উজানের দেশ কর্তৃক সেই পানির ওপর একতরফা নিয়ন্ত্রণ ভাটির দেশকে বিপদে ফেলছে। নদীমাতৃক বাংলাদেশে একসময় ১২০০ নদীর অস্তিত্ব ছিল। নদীগুলো উজান থেকে ভাটির দিকে জালের মতো বিস্তৃত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। নিয়মিত ড্রেজিং না থাকায় তলদেশ ভরাট হয়ে কিছু নদী তার অস্তিত্ব হারিয়েছে।


‎‘আন্তর্জতিক নদী হিসেবে বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত নদীগুলোর মধ্যে ৫৪টি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। ইতোমধ্যে ভারত ৪৯টি নদীতে বাঁধ দিয়ে শুষ্ক মৌসুমে পানি সরিয়ে নিচ্ছে। অথচ আন্তর্জাতিক আইন অনুযায়ী একতরফাভাবে ভারত পানি প্রত্যাহার করতে পারে না।’

‎বক্তারা, আন্তর্জাতিক ফোরামে অভিযোগ তুলে এই সংকট সমাধানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

‎এর আগে দুপুরে রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের মিছিল নগরীর শাপলা চত্বর থেকে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়।

বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com