সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ইসরায়েলের নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের একতা বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করে স্বিরাতুল মুস্তাকিম ইসলামী পাঠাগার।
বিক্ষোভ মিছিলটি একতা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে পরিণত হয়। এতে এলাকার ধর্মপ্রাণ মুসলমান, তরুণ সমাজ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
স্বিরাতুল মুস্তাকিম ইসলামী পাঠাগারের সভাপতি শাহিন সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আবু ইউসুফ, মমিনুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আজিজসহ অন্যরা।
বক্তারা বলেন, ‘গাজায় যে নিষ্ঠুর গণহত্যা চলছে, তা সভ্যতাকে লজ্জিত করে। নারী-শিশুসহ নিরীহ মানুষের ওপর বোমাবর্ষণ, খাদ্য ও ওষুধের সরবরাহ বন্ধ করে দেওয়া এবং হাসপাতাল ধ্বংস করাসহ ইসরায়েলের প্রতিটি পদক্ষেপ মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এই নিপীড়নের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের এখনই সোচ্চার হওয়া উচিত। জাতিসংঘ, ওআইসি এমনকি মুসলিমপ্রধান দেশগুলোর কার্যকর ভুমিকা না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।’
তারা আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ সবসময় নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে আছে এবং থাকবে। আমাদের এই প্রতিবাদ শুধুই আনুষ্ঠানিকতা নয়— এটি একটি আন্তর্জাতিক বার্তা যে, আমরা জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে। ফিলিস্তিনের স্বাধীনতা অর্জিত না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ অব্যাহত থাকবে।’
সমাবেশ শেষে প্রজেক্টরের মাধ্যমে ফিলিস্তিনের ওপর চলমান নিপীড়ন ও গণহত্যার নানা প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। এতে উপস্থিত সকলে আবেগাপ্লুত হয়ে পড়েন। ডকুমেন্টারিতে নির্যাতনের বাস্তবচিত্র দেখে অনেকে কান্নায় ভেঙে পড়েন এবং ফিলিস্তিনের জন্য দোয়া করেন।
ডকুমেন্টারি প্রদর্শনের আগে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
বাতায়ন২৪ডটকম