সংবাদ শিরোনাম :
রংপুরে ৫ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার হার্টে রিং পরাতে গিয়ে রোগীর মৃত্যু, মারধরের শিকার স্বজনরা (ভিডিও) ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের জকসু নির্বাচন ২২ ডিসেম্বর ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫ অনুমোদন, বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি নগরীর বাস টার্মিনাল এলাকায় রংপুর-৩ আসনের এমপি সামুর গণসংযোগ  রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের আবির্ভাবের সন্ধিক্ষণ ছিল ৭ই নভেম্বর গুম প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন : সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার শেষ করতে হবে ১২০ দিনে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের মতবিনিময় সভা শনিবার 
রাজনৈতিক লেজুড়বৃত্তিক ও প্রেসার গ্রুপের কারণে অতীতে পুলিশে যোগ্যতা সম্পন্ন মানুষ আসতে পারেনি: রংপুর রেঞ্জ ডিআইজি

রাজনৈতিক লেজুড়বৃত্তিক ও প্রেসার গ্রুপের কারণে অতীতে পুলিশে যোগ্যতা সম্পন্ন মানুষ আসতে পারেনি: রংপুর রেঞ্জ ডিআইজি

সিনিয়র করেসপন্ডেন্ট রংপুর, বাতায়ন২৪ডটকম 

রাজনৈতিক লেজুড়বৃত্তিক ও প্রেসার গ্রুপের কারণে অতীতে পুলিশে যোগ্যতা সম্পন্ন মানুষ আসতে পারেনি। যার কোরণে ফ্যাসিজম চেপে বসেছে, জনগন সুবিধা ও সেবা থেকে বঞ্চিত হয়েছে । সেই ধারবাহিকতা আর পুলিশে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলাম।

মঙ্গলবার ( ৮ এপ্রিল) দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে রংপুর রেঞ্জ থেকে নিয়োগ পাওয়া ৫৭ জন শিক্ষানবিশ এসআইকে সারদায় প্রশিক্ষণের জন্য পাঠানো উপলক্ষে পরিচিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন।

এসময় অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন, এসপি আবু সাঈমসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন এসআইয়ের উদ্দেশ্যে ডিআইজি বলেন, ‘ ইতিহাস থেকে পুলিশকে শিক্ষা নিতে হবে। বার বার যদি আমরা একই জিনিস পনুরাবৃত্তি করি। তাহলে আমরা আমাদের দেশ ও সমাজকে সামনে দিকে এগিয়ে নিতে পাবো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলার জার্মানীতে অনেক কিছু করেছেন। জার্মান দুই ভাগ ছিল একভাগ হয়েছে। তারা সামনের দিকে এগিয়ে গেছে। আমাদেরকে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

ডিআইজি বলেন, ‘ ৭১ যেমন আমাদের ইতিহাস, ৯০ যেমন আমাদের ইতিহাস ২৪ এর জুলাই বিপ্লব আমাদের আরেক ইতিহাস। এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই ইতিহাস যে পরিস্থিতিতে তৈরি হয়েছে। সেই পরিস্থিতি যেন আর না আসে। সেজন্য পুলিশসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণ এবং বাংলাদেশের পক্ষে সবসময় পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। কারণ বিগত ১৬ বছর পুলিশে যোগ্যদের নিয়োগ দেয়া হয় নি। সুনাম ক্ষুন্ন হয়েছে পুলিশের। ‘

এর আগে তিনি নবাগত এসআইদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও পরিচিত হওয়ার পাশাপাশি তাদের উদ্দেশ্যে প্রয়োজনীয় মোটিভেশনাল দিক নির্দেশনা দেন। পরে বাসে করে রাজশাহীর সারদার উদ্দেশ্যে রওনা দেন নবাগত এসআইরা।

বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com