সংবাদ শিরোনাম :
‎রংপুরে দুই মোটসরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ‎ রংপুরে ঈদের প্রধান জামায়াত কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮ টায় রংপুরের গঙ্গাচড়ায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন বদরগন্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত রংপুরে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে আটটায় অসহায় সেজে বাসায় আশ্রয়; ৪ শিশু নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে ধরা নারী, থানায় মামলা খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাসজুড়ে রংপুর মহানগর ছাত্রদলের কর্মসূচী রংপুরে এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের ভ্যান শোডাউন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যোগ সাজোসে বাংলাদেশে ৩টি ডামি ও প্রহসনের নির্বাচন হয়। বদরগন্জে  বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
অসহায় সেজে বাসায় আশ্রয়; ৪ শিশু নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে ধরা নারী, থানায় মামলা

অসহায় সেজে বাসায় আশ্রয়; ৪ শিশু নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে ধরা নারী, থানায় মামলা

স্পেশাল করেসপনডেন্ট।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরে অপহৃত চার শিশুকে উদ্ধার করাসহ আদুরী বেগম নামে অপহরণকারী এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) রাত পৌনে ১১ টার দিকে রংপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুরা হলো- মমিনুল ইসলামের চার বছর বয়সী ছেলে ইসমাইল, মকবুল হোসেনের ছয় বছর বয়সী ছেলে রিফাত, আখিফুল ইসলামের আট বছর বয়সী মেয়ে আঁখি মনি ও মমিনুর ইসলামের ১২ বছর বয়সী সন্তান মিনু।

এ ঘটনায় আটক হওয়া অপহরণকারী আদুরী বেগমকে (৪০) অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে রংপুর মেডিকেল‌ কলেজ হাসপাতালে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

গ্রেপ্তার আদুরী বেগম কুড়িগ্রামের উলিপুর উপজেলার ফকিরচর গ্রামের মনছুর আলীর স্ত্রী। তিনি রংপুর নগরীর বাবুপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। শিশু অপহরণের ঘটনায় হারাগাছ এলাকায় লিটন নামে এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ। তার সংশ্লিষ্টতা আছে কীনা তা খতিয়ে দেখা হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে হারাগাছ থানায় একটি অপহরণ মামলা করেছেন মকবুল হোসেন নামে এক ব্যক্তি। মামলায় আদুরী বেগমকে প্রধান করে আরো অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

এদিকে পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনের বেলা নিজেকে অসহায় বিপদগ্রস্ত দাবি করে আদুরী বেগম নামের ওই নারী নগরীর ৭নং ওয়ার্ডের তপোধন গ্রামে এক বাড়িতে গিয়ে আশ্রয় প্রত্যাশা করেন। ওই বাড়ির অভিভাবক আশিকুল ইসলাম ওই নারীকে আশ্রয় দেন। রাতে সেখানে অবস্থান করেন এবং রোজা রাখার কথা বলে সাহরিও খান। শুক্রবার সারাদিন ওই নারী বাড়িতেই ছিলেন। চার শিশু নিয়ে ইফতারের পরেই ওই নারী নিখোঁজ হয়। বিষয়টি নিয়ে ওই এলাকায় হৈচৈ পড়ে যায়। এরপরে বিষয়টি পুলিশের বিভিন্ন ইউনিটকে জানানো হলে রেলস্টেশন, বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন পুলিশ।
এরপর রাতে ওই চার শিশুদের নিয়ে একসাথে ঘোরাফেরা করতে দেখে স্টেশনে থাকা লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। এসময় বিক্ষুব্ধ জনতা ওই নারীকে মারধরের চেষ্টা করে।

এঘটনায় মকবুল হোসেন নামে এক অভিভাবক জানান, আদুরী বেগম নামক সেই নারী নিজেকে অসহায় দাবি করে গত বৃহস্পতিবার দিনের বেলা নগরীর ৭ নম্বর ওয়ার্ডের তপোধন গ্রামে বিভিন্ন বাড়িতে আশ্রয় চায়। পরে আশিকুল ইসলাম নামে এক ব্যক্তি ওই নারীকে আশ্রয় দেন। রাতে ওই বাড়িতে অবস্থান করেন আদুরী, শুক্রবার সারাদিন ওই বাড়িতেই ছিলেন এবং সন্ধ্যায় ইফতারও করেন। ইফতারের পরে ওই ৪ শিশুকে নিয়ে উধাও হয়ে যান। এর কিছুক্ষণ পর বাচ্চাদের না পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।

এদিকে রংপুর রেলস্টেশনের সুপার শংকর গাঙ্গুলি বলেন, রাতে ওই শিশুদের নিয়ে ঘোরাফেরা করতে দেখে স্টেশনে থাকা লোকজনের সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাদের সবাইকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে শিশু চারজনকে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।

অন্যদিকে রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, আমরা ৪ শিশুসহ আদুরী বেগম নামে এক নারীকে আটক করে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসির হেফাজতে শিশুসহ ওই নারীকে হস্তান্তর করেছি।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, ভালো খবর হলো নিষ্পাপ এই বাচ্চা গুলোকে উদ্ধার করা হয়েছে। রাতেই সবার পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করিছি আমরা। এ ঘটনায় একটি অপহরণ মামলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার নারীকে আদালতে পাঠানো হবে। তার সাথে অন্য আরো কেউ জড়িত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com