সংবাদ শিরোনাম :
‎রংপুরে দুই মোটসরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ‎ রংপুরে ঈদের প্রধান জামায়াত কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮ টায় রংপুরের গঙ্গাচড়ায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন বদরগন্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত রংপুরে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে আটটায় অসহায় সেজে বাসায় আশ্রয়; ৪ শিশু নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে ধরা নারী, থানায় মামলা খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাসজুড়ে রংপুর মহানগর ছাত্রদলের কর্মসূচী রংপুরে এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের ভ্যান শোডাউন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যোগ সাজোসে বাংলাদেশে ৩টি ডামি ও প্রহসনের নির্বাচন হয়। বদরগন্জে  বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয় গুলোতে নজরুল উপেক্ষিত, সিলেবাসে ১০০ মার্কস করতে হবে :  কবি আবদুল হাই শিকদার

বিশ্ববিদ্যালয় গুলোতে নজরুল উপেক্ষিত, সিলেবাসে ১০০ মার্কস করতে হবে :  কবি আবদুল হাই শিকদার

 

স্পেশাল করেসপনডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম

নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার বলেছেন, ” বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কবি কাজী নজরুল ইসলাম দারুণভাবে উপেক্ষিত। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ গুলোতে কমপক্ষে ১০০ মারকস সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। ২৪ শে জুলাই বিপ্লবের পরতে পরতে ছিল নজরুলের উপস্থিতি। নজরুলকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। ”

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাকক্ষে বাংলা সাহিত্যে নজরুল শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে এ কথা বলেন তিনি।

কলা অনুসদের দিন এবং বাংলা বিভাগের চেয়ারম্যান ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ মোঃ শওকাত আলী। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আব্দুল লতিফ, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ইলিয়াস প্রামানিক প্রামানিক প্রমুখ।

সেমিনারে দৈনিক যুগান্তর সম্পাদক বলেন, ফোর্ট উইলিয়াম যেভাবে বাংলা ভাষাযকে প্রমিতের নামে বিকৃত করেছিলেন। সেটাকে ভেঙে চুরে খান খান করে দিয়ে নজরুল আাবার নতুন ভাষা, নতুন বাক্য বিনির্মাণ করেছিলেন। এটা হচ্ছে নজরুলের ভাষা বিদ্রোহ। সাম্রাজ্যবাদের তলপি বহনকারী বাংলা ভাষা ও সাহিত্য কে নজরুল প্রথম গণমুখী করেছিলেন। এবং স্বাধীনতার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ করেছেন।”

কবি শিকদার বলেন, ” অসাম্প্রদায়িক, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অনিবার্য গ্যারান্টি হলেন নজরুল ইসলাম। অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে নজরুলের মত উচ্চারণ কেউ করতে পারেনি। সে কারণেই যুগে যুগে অধিকার আদায়ের জন্য নিষ্পেষিত মানুষের জন্য নজরুল হয়ে উঠেছেন কালের অনিবার্য চরিত্র। তার প্রমাণ মিলেছে ২৪ শে জুলাই অভ্যুত্থানে। অভ্যুত্থানের প্রতিটি গান প্রতিটি স্লোগান, প্রতিটি কথা, প্রতিটি গ্রাফিতিতে নজরুল জীবন্তভাবে উপস্থিত হয়েছিল। যার ফলশ্রুতিতে ফ্যডিজমের পতন হয়েছে।”

কবি শিকদার বলেন, “অগনন নক্ষত্র খচিত আকাশ যদি রবীন্দ্রনাথ হন, তাহলে নজরুল দুঃখ সুখের ঢেউ খেলানো শস্য শ্যামলা মাটি। ”

কবি শিকদার বলেন, “সাহিত্য সংস্কৃতি গান নাটক কবিতা চলচ্চিত্র সাংবাদিকতার প্রত্যেকটি ক্ষেত্রে মানুষের মানবিক চরিত্র হয়ে উঠেছিলেন কাজী নজরুল ইসলাম । তার অন্যান্য বিষয়ে পিএইচডি গবেষণা হলেও সাংবাদিকতার ক্ষেত্র নিয়ে গবেষণা না হওয়ায় আশ্চর্য প্রকাশ করেন তিনি। বলেন, গণমুখী সাংবাদিকতা প্রথম উপহার দিয়েছিলেন কবি কাজরুন কাজী নজরুল ইসলাম। তার সাংবাদিকতা নিয়ে গবেষণা করা হলে আধুনিক সাংবাদিকতা আরও সমৃদ্ধ হবে। ”

সেমিনার শেষে তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com