সংবাদ শিরোনাম :
রংপুর মেডিকেলে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত তিন দিন ব্যাপি ঢাকা ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক মেডিকেল ইক্যুইপমেন্ট এক্সপো-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে রংপুরে ব্যবসায়ীদের আধাবেলা ধর্মঘট পালন বিসিবি থেকে ১৯ কোটি টাকা লুটঃ দুদকের অভিযান অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই পারমাণবিক প্রচেষ্টা ত্যাগ না করলে ইরানে সামরিক হামলা : ট্রাম্প রংপুরে সরকারী পতিত জমিতে কবর স্থান ও ঈদগাহ মাঠ বরাদ্দ: মুসুল্লিদের দোয়া ‎শিক্ষক-ছাত্রী কণ্ঠসদৃশ অডিও ফাঁস বেরোবিতে কুপ্রস্তাবের শর্তে ছাত্রীর সিজিপিএ বৃদ্ধি। ‎
রংপুরে আওয়ামীগের দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রংপুরে আওয়ামীগের দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

 

স্পেশাল করেসপনডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

ডেভিল হান্ট অপারেশনে রংপুরে আওয়ামীলীগের ইউনিয়ন পরিষদের ২ চেয়ারম্যান কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এই দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রংপুরের সদর উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মোত্তালেব হোসেন এবং পীরগঞ্জের উপজেলার বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া।

পুলিশ সু্ত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ভিন্ন জগৎ এলাকা থেকে গংগাচড়া মডেল থানা পুলিশ খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তালেব হোসেন কে গ্রেফতার করে। গ্রেফতার মোত্তালেব হোসেন উপজেলার উত্তর খলেয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। আরপিএমপি কোতোয়ালি থানায় দায়ের করা একটি হত্যা মামলার (মামলা নম্বর- ২৮, তারিখ- ৩১/০৮/২০২৪) এজাহারনামীয় আসামি। মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৮/৩০২/২০১/৩৪/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় পীরগঞ্জের ৭নং বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হবে তাদের।

বাতায়ন২৪ডটকম/মমিনুল ইসলাম রিপন

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com