সংবাদ শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে রংপুরে বিক্ষোভ মিছিল, ভারতীয় পণ্য-মিডিয়া বর্জনের ডাক আলেমা খাতুন মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন সাংবাদিকের মা-কে পেটানোর আসামীরা এখনো ধরা ছোঁয়ার বাহিরে। রংপুরে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন। রংপুরে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার আন্দোলনের মুখে ওএসডি রমেক অধ্যক্ষ ডা. মাহফুজ, আন্দোলন প্রত্যাহার ‘আগে ডিসিই হতেই পারি নাই, এখন ডিসিদের চালাবো। সাহস করে দায়িত্ব নিয়েছি’ নির্দিষ্ট চাহিদা অনুযায়ী আলুবীজ পাচ্ছেন না রংপুর অঞ্চলের কৃষকরা বেরোবির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে জুলাই গনঅভ্যুত্থানের ইতিহাস বেরোবিতে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ উপাচার্য

সাংবাদিকের মা-কে পেটানোর আসামীরা এখনো ধরা ছোঁয়ার বাহিরে।

রংপুর প্রতিনিধি, বাতায়ন২৪ডটকম

রংপুরের বদরগন্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের উত্তর মাদাই খামারে নারীকে বেধড়ক মারধর ও চুল ধরে টেনে নিয়ে যাওয়া শারীরিকভাবে লাঞ্চিত করার মামলায় এখনো ভিডিও ভাইরালকারী চার আসামী এখনো ধরাছোয়ার বাইরে।

জানা যায় গত ১৫ নভেম্বর শুক্রবার বিকালে বদরগন্জ উপজেলার লোহানীপাড়া উওর মাধাই খামার গ্রামে এক সাংবাদিকের মা ও নানীকে বেধড়ক মারধর করে আওয়ামী লীগ স্বৈরাচারী দোসরা।

বিগত ১৬ বছরে তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এবং বিভিন্ন সময় নানা অপকর্মে করে প্রভাব খাটায়। তারা আওয়ামী লীগের সাবেক এমপি ডিউক চৌধুরী ও পৌর মেয়র টুটুল চৌধুরী ও ১৫ লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডলু শাহ্ ছত্রছায়া তারা বিভিন্ন সময় নানা অপকর্ম করে থাকে।

গত ১৬ তারিখ ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু ৪৮ ঘন্টা পার হয়ে গেলেও তখন পর্যন্ত কোন মামলা নেইনি ও পদক্ষেপ নেয়নি। সেই রাতে ভিডিও ভাইরাল হলে পুলিশ মামলাটি নথিভুক্ত করে ও দুজন আসামিকে গ্রেফতার করে। ভুক্তভোগী নারীর সাথে কথা বলে জানা যায় তারপর থেকে আর পুলিশ কোন ভূমিকা নেয়নি ও বাকি আসামিদেরকে গ্রেফতার করতে পারেনি।

ভিডিও দেখে পরিচয় শনাক্ত করা গেলেও রহস্যজনক কারনে এখনো বাকি আসামিরা ধরা ছোয়ার বাইরে রয়েছে। তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনলে ঐদিনের ঘটনার পেছনে কার কি উদ্দেশ্য নিয়ে এমন নেক্কারজনক ঘটনার জন্ম দিয়েছিল আসল রহস্যটা বের হয়ে আসবে বলে দাবী সচেতন মহলের।

ভুক্তভোগী ঐ নারীর ছেলে জানান এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। এখনো পর্যন্ত যারা ধরাছোয়ার বাইরে রয়েছেন তাদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবী জানাই। সেই সাথে রংপুরের সকল সাংবাদিকবৃন্দ জানান অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।

এ বিষয়ে ভুক্তভোগীর আইনজীবী সবুক্তীগন আহমে্দ নিরব জানান বাকি আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। আসামিদের বিচারের মাধ্যমে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হোক।

বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com