সংবাদ শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে রংপুরে বিক্ষোভ মিছিল, ভারতীয় পণ্য-মিডিয়া বর্জনের ডাক আলেমা খাতুন মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন সাংবাদিকের মা-কে পেটানোর আসামীরা এখনো ধরা ছোঁয়ার বাহিরে। রংপুরে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন। রংপুরে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার আন্দোলনের মুখে ওএসডি রমেক অধ্যক্ষ ডা. মাহফুজ, আন্দোলন প্রত্যাহার ‘আগে ডিসিই হতেই পারি নাই, এখন ডিসিদের চালাবো। সাহস করে দায়িত্ব নিয়েছি’ নির্দিষ্ট চাহিদা অনুযায়ী আলুবীজ পাচ্ছেন না রংপুর অঞ্চলের কৃষকরা বেরোবির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে জুলাই গনঅভ্যুত্থানের ইতিহাস বেরোবিতে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ উপাচার্য
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নীলফামারী প্রতিনিধি,বাতায়ন২৪ডটকম

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিটি পরিবারকে ৫লাখ টাকার চেক প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এসময় জেলা জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান,’ আমাদের মধ্যে অনেকেই জানেন না যে সড়ক দুর্ঘটনায় যদি কেউ আহত বা নিহত হলে সরকারের পক্ষ থেকে এককালিন আর্থিক সহায়তা প্রদান করা হয়। দূর্ঘটনায় নিহত হলে যতদ্রুত তার দাফন কার্য সম্পন্ন করতে চাই‌ আমরা। কিন্তু যদি বিধি মোতাবেক প্রক্রিয়ায় ময়নাতদন্তের মাধ্যমে এগোলে নিহতের পরিবার আর্থিক সহায়তা পেতে পারে। যদিও এই সহায়তা কখনও নিহত ব্যক্তির শূন্যতা পূরণ করতে পারবে না তবুও একটু সাহায্য পেলে ক্ষতি কি।’

এসময় নীলফামারী বিআরটিএ’র সহকারী পরিচালক শফিকুল আলম সরকার, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) জ্যোতির্ময় রায়, জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা বাস ও মিনিবাস গ্রুপের সভাপতি মো. আরেফ রব্বানী মানিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নীলফামারী বিআরটিএ’র সহকারী পরিচালক শফিকুল আলম সরকার বলেন,’গত ২০ মার্চ জোড়দরগা এলাকায় পিকআপের ধাক্কায় আবু তাহের নামে এক ব্যক্তি ও গত ১২ জানুয়ারি ইটাখোলা চৌধুরী পাড়া মায়ার মোড় নামক স্থানে বালুবাহী ট্রাকের ধাক্কায় ওসমান গনি নামে আরেক ব্যক্তি নিহত হন। আজকে তাদের পরিবারকে ৫লাখ করে ১০লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

বাতায়ন২৪ডটকম

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com