সংবাদ শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে রংপুরে বিক্ষোভ মিছিল, ভারতীয় পণ্য-মিডিয়া বর্জনের ডাক আলেমা খাতুন মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন সাংবাদিকের মা-কে পেটানোর আসামীরা এখনো ধরা ছোঁয়ার বাহিরে। রংপুরে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন। রংপুরে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার আন্দোলনের মুখে ওএসডি রমেক অধ্যক্ষ ডা. মাহফুজ, আন্দোলন প্রত্যাহার ‘আগে ডিসিই হতেই পারি নাই, এখন ডিসিদের চালাবো। সাহস করে দায়িত্ব নিয়েছি’ নির্দিষ্ট চাহিদা অনুযায়ী আলুবীজ পাচ্ছেন না রংপুর অঞ্চলের কৃষকরা বেরোবির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে জুলাই গনঅভ্যুত্থানের ইতিহাস বেরোবিতে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ উপাচার্য
বিপিএলের ড্রাফট শেষে যে আশার কথা শোনালেন বিসিবি সভাপতি

বিপিএলের ড্রাফট শেষে যে আশার কথা শোনালেন বিসিবি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক।। বাতায়ন২৪ডটকম

ডিসেম্বরের শেষ সপ্তাহে পার্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের। তার আগে আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। যেখানে ১৬ জন বিদেশি ক্রিকেটার ও ৬২ দেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে সাতটি ফ্র‌্যাঞ্চাইজি।

ড্রাফটের শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপ করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আসন্ন বিপিএল নিয়ে সর্বোচ্চ চেষ্টার কথায় জানিয়েছেন নতুন এই বিসিবি সভাপতি। জানিয়েছেন আসন্ন বিপিএলে ভালো উইকেট বানানোর কথাও।

ফারুক বলেন, ‘এবার আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, ক্রিকেট তো আমরা জানি রানের খেলা।
ভালো ব্যাটিং উইকেট যেন হয়। যেখানে বোলার যদি ভালো বল করে, উইকেট পাবে। গত বছর আমার মনে হয় না, একদম খারাপ ছিল উইকেট। দিনের খেলাগুলোতে কম রান হতো, রাতের ম্যাচগুলোতে হতো যেটা বেশি হয়। আমি চেষ্টা করবো এবার যেন ভালো উইকেট হয়।’

এছাড়া গেল বছর বিপিএলের টিকিট বিক্রয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। ফলে এ বছর টিকিটি বিক্রির প্রক্রিয়ায় পরিবর্তন আনছে বিসিবি। এ নিয়ে ফারুক বলেন, ‘টিকিট ডিজিটালের একটা ডেমো দেখেছি আমি। যেহেতু এখনও আড়াই মাস সময় আছে, ডিজিটাল হওয়ার সম্ভাবনা ৯৮ ভাগ।

বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com