বদরগন্জ সংবাদদাতা,রংপুর।।বাতায়ন২৪ডটকম
রংপুরের বদরগঞ্জ পৌর শহরের জামুবাড়ি যুগীপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আদিত্য (৭) নামের শিশুর মৃত্যু হয়েছে। মৃত আদিত্য যুগীপাড়া গ্রামের লাড্ডু রায়ের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল তিনটায় বাড়ির সামনে পুকুরের কাছে খেলতে গিয়ে পুকুরের পড়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার দিয়ে পুকুর থেকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু হাসান কবির জানান, পুকুরের পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাতায়ন২৪ডটকম