সংবাদ শিরোনাম :
রংপুরে ৫ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার হার্টে রিং পরাতে গিয়ে রোগীর মৃত্যু, মারধরের শিকার স্বজনরা (ভিডিও) ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের জকসু নির্বাচন ২২ ডিসেম্বর ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫ অনুমোদন, বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি নগরীর বাস টার্মিনাল এলাকায় রংপুর-৩ আসনের এমপি সামুর গণসংযোগ  রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের আবির্ভাবের সন্ধিক্ষণ ছিল ৭ই নভেম্বর গুম প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন : সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার শেষ করতে হবে ১২০ দিনে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের মতবিনিময় সভা শনিবার 
কানপুর টেস্টে ৩য় দিনেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি

কানপুর টেস্টে ৩য় দিনেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি

স্টাপ করেসপন্ডেন্ট, ঢাকা।।বাতায়ন২৪ডটকম

৩ দিনেই নাকি কানপুর টেস্ট জিতে নেবে ভারত। ম্যাচের দেড় দিনেরও বেশি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর এই প্রেডিকশন বাসিত আলীর। বাংলাদেশের ম্যাচগুলোতে পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার যেন হয়ে ওঠেন ‘বৃষ্টি বিশেষজ্ঞ’। অবশ্য শুধু বাসিত কেন, ভারতের সমর্থকরাও আশায় আছেন ৩ দিনে ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট বাগিয়ে নেবে ভারত। তবে তাদের জন্য আছে দুঃসংবাদ।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, কানপুর টেস্টের তৃতীয় দিনেও দফায় দফায় হানা দেবে বৃষ্টি। আউটফিল্ডের পানি নিষ্কাশন ব্যবস্থা খুব একটা উন্নত না থাকায়, দফায় দফায় বৃষ্টি এসেই পণ্ড করে দিতে পারে গোটা দিনের খেলা। যদিও আপাতত একটু হলেও খেলা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পূর্বাভাসে।

দিনের খেলা যখন শুরু হবে, তখন বৃষ্টিপাতের সম্ভাবনা ৬০ শতাংশ পর্যন্ত। দ্বিতীয় সেশনের সময়টায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কমে আসবে। মাঠ প্রস্তুত করা সম্ভব হলে আর নতুন করে বৃষ্টি না এলে দ্বিতীয় সেশনে কিছুটা খেলা হতে পারে। তবে তৃতীয় সেশনে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ৫০ শতাংশ পর্যন্ত। মেঘাচ্ছন্ন আকাশ তাই ইঙ্গিত দিচ্ছে, তৃতীয় দিনও ঠিকঠাক খেলা হওয়া নিয়ে আছে সংশয়।

বৈরি আবহাওয়ার কারণে দ্বিতীয় দিন ক্রিকেটাররা একটি বলও খেলতে পারেননি। স্থানীয় সময় দুপুর দুইটার কিছুক্ষণ পর দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। ততক্ষণে একটি সেশন তো শেষই, দ্বিতীয় সেশনের সময়ও অর্ধেকের বেশি পেরিয়ে গেছেে।

এর আগে প্রথম দিনে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে খেলা হয় মাত্র ৩৫ ওভার। তাতে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান জড়ো করে বাংলাদেশ। কানপুর টেস্টে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারতের একাদশ অপরিবর্তিত থাকলেও বাংলাদেশ একাদশ সাজায় ৩ স্পিনার ও ২ পেসার নিয়ে। সাকিব আল হাসানের সম্ভাব্য বিদায়ী টেস্টে একাদশে সুযোগ পান তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ, জায়গা হারান তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম গড়েন ২৬ রানের জুটি, তবে রানে ছিল না জাকিরের কোনো অবদান। ধৈর্যের পরীক্ষা দিয়ে ২৪ বল মোকাবেলা করে আকাশদীপের শিকার হন এই ব্যাটার, খুলতে পারেননি রানের খাতা। সাদমান ৩৬ বলে ২৪ রান করে বিদায় নেন। দলীয় ২৬ ও ২৯ রানে দুই ওপেনারকে হারানোর পর দলের হাল ধরেন ওয়ান ডাউনে নামা মুমিনুল হক ও চারে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শান্ত ৫৭ বলে ৩১ রান করে বিদায় নিলে ক্রিজে আসেন মুশফিকুর রহিম। এরপর মুমিনুলকে নিয়ে তিনি থাকেন অপরাজিত। মুমিনুল ৮১ বলে ৪০ ও মুশফিক ১৩ বলে ৬ রান করেছেন। ভারতের পক্ষে জোড়া উইকেট শিকার করেছেন আকাশদীপ।
বাতায়ন ২৪ডটকম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com