সংবাদ শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে রংপুরে বিক্ষোভ মিছিল, ভারতীয় পণ্য-মিডিয়া বর্জনের ডাক আলেমা খাতুন মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন সাংবাদিকের মা-কে পেটানোর আসামীরা এখনো ধরা ছোঁয়ার বাহিরে। রংপুরে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন। রংপুরে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার আন্দোলনের মুখে ওএসডি রমেক অধ্যক্ষ ডা. মাহফুজ, আন্দোলন প্রত্যাহার ‘আগে ডিসিই হতেই পারি নাই, এখন ডিসিদের চালাবো। সাহস করে দায়িত্ব নিয়েছি’ নির্দিষ্ট চাহিদা অনুযায়ী আলুবীজ পাচ্ছেন না রংপুর অঞ্চলের কৃষকরা বেরোবির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে জুলাই গনঅভ্যুত্থানের ইতিহাস বেরোবিতে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ উপাচার্য
অক্টোবর মাসজুড়ে চলবে সাইবার নিরাপত্তা সচেতনতা কর্মসূচি

অক্টোবর মাসজুড়ে চলবে সাইবার নিরাপত্তা সচেতনতা কর্মসূচি

প্রথম আলো,ঢাকা।। বাতায়ন ২৪ডটকম

অক্টোবর মাসজুড়ে চলবে সাইবার নিরাপত্তা সচেতনতা কর্মসূচিনিরাপদ ইন্টারনেট ব্যবহারে সবাইকে সচেতন করতে অক্টোবর মাসজুড়ে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস (ক্যাম) কর্মসূচির প্রচারণা চালাবে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক জাতীয় কমিটি (এনসিসিএ) এবং সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিক্যাফ)। ‘সচেতন রই, সাইবার স্মার্ট হই’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠেয় এ কর্মসূচির আওতায় সারা দেশে চারটি বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। আজ শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল ফোন সংযোগদাতা রবি, প্রযুক্তিপ্রতিষ্ঠান এফ ফাইভ, সফোস, মিডিয়া মিক্স কমিউনিকেশনস ও সাইবার প্যারাডাইসের পৃষ্ঠপোষকতায় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস বাস্তবায়ন করা হবে। কর্মসূচির মধ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে ‘ব্যক্তিগত তথ্যের সুরক্ষা’, দ্বিতীয় সপ্তাহে ‘অনলাইন কেনাকাটায় প্রতারণা প্রতিরোধ’, ‘তৃতীয় সপ্তাহে ‘সাইবার বুলিং’ এবং চতুর্থ সপ্তাহে ‘অনলাইনে নারী ও শিশুর নিরাপত্তা’ নিয়ে সারা দেশে প্রচারণা চালানো হবে।

অক্টোবর মাসজুড়ে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস (ক্যাম) কর্মসূচির আওতায় ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সেমিনার, মতবিনিময় সভা, বিতর্ক প্রতিযোগিতা, গোলটেবিল বৈঠক, কুইজ প্রতিযোগিতা, ওয়েবিনারসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সভাপতি কাজী মুস্তাফিজ বলেন, ‘সাইবার সুরক্ষার জন্য মূলত প্রযুক্তির নিরাপদ ব্যবহারের সংস্কৃতি তৈরি করা প্রয়োজন। এ জন্য জনসচেতনতা তৈরি করে ব্যবহারকারীদের আচরণগত পরিবর্তনের মাধ্যমে একটি প্রতিশ্রুতিশীল সুস্থ সাইবার সংস্কৃতি গড়ে তোলার সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।

বাতায়ন ২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com