সিনিয়র করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
ছাত্র জনতার অভ্যুন্থানে শহীদ এবং আহতদের পরিবারের পাশে সব সময় থাকার পাশাপাশি তাদের মামলাগুলোকে দ্রুত ন্যায় বিচার পাইয়ে দিতে কাজ করবে জেলা প্রশাসন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল।
শনিবার বেলা ১১ টায় নগরীর জুম্মাপাড়ায় ১৯ জুলাই গুলিতে নিহত কলা ব্যবসায়ী মিরাজুল ইসলাম মিরাজের পরিবারের সাথে দেখা শেষে এই প্রতিশ্রুতি দেন তিনি। এসময় তার সাথে ছিলেন এডিসি (জেনারেল) হাবিবুর হাসান রুমি, সদর উপজেলা নির্বাহী অফিসার নাইম হাসান খান প্রমুখ।
এরপর তিনি শহীদ আব্দুল্লাহ আল তাহির, সাজ্জাদ হোসেন , মোসলেম উদ্দিন মিলন ও মানিক মিয়ার পরিবারের সাথে দেখা করেন। তাদের খোঁজ খবর নেন। শহীদদের কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন। পরে প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে টাকা দেন। ডিসি বলেন, ছাত্র জনতার অভ্যুন্থানের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পাওয়া বাংলাদেশে বৈষম্য দূরিকরণে জবাবদিহীতারসাথে কাজ করতে তার প্রশাসন। এ পর্ যন্ত রংপুর জেলায় ১৯ জন শহীদের তালিকা পাঠানো হয়েছে এবং আহতদের তালিকাতৈরির কাজ চলছে বলেও জানান তিনি।
বাতায়ন২৪ডটকম।।সমামা